নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রিজভীর মোহাম্মদপুরের বাসায় যান ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। শায়রুল কবির বলেন, বাসায় গিয়ে বিএনপি মহাসচিব রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দুই মাসের মতো চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেতা রিজভী। গত ৯ মে হাসপাতালে থেকে ছাড়া পেলেও এখনো রিজভীর শারীরিক খুব একটা অবস্থা ভালো যাচ্ছে না। কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছেন তিনি। রিজভীকে দেখতে এর আগে মোহাম্মদপুরের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।