ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে জরিমানা

  • আপডেট সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

নাজমুল হক, রাজশাহী : রাজশাহী নগরীর সাহেব বাজার মাংস পট্টিতে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর সাহেব বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে মৃত গরু জবাইয়ের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এ সময় মূল কসাই পালিয়ে যাওয়ায় তার সহকারী রবিনকে আটক করা হয়। পরে তাকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পরেরদিন শুক্রবারকে কেন্দ্র করে এই গরুটি জবাই করা হচ্ছিল। ক্রেতারা বলেন, যারা অসুস্থ বা মরা গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কসাইরা যখন গরু জবাই করে তখন সরকারি লোকের উপস্থিত থাকা প্রয়োজন। এ ধরনের ঘটনায় কঠোর বিচার দাবি জানাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো: ইব্রাহিম হোসেন জানান, প্রতিদিনের মত বাজার তদারকিতে আমি নিজেই বের হই সাহেব বাজারে। হঠাৎ দেখি একটি গরু জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে, সেখানে আমি দেখতে পাই গরুটির লেজ বিচ্ছিন্ন, চামড়া খসে পড়ছে তা দেখেই আমার মনে হয়েছে গরুটি আধামরা। পরে ফোর্সসহ অভিযান চালালে কসাই তার সহযোগীকে রেখে পালিয়ে যান। এরপর রবিন নামের একজনকে আটক ও ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে জরিমানা

আপডেট সময় : ০১:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নাজমুল হক, রাজশাহী : রাজশাহী নগরীর সাহেব বাজার মাংস পট্টিতে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর সাহেব বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে মৃত গরু জবাইয়ের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এ সময় মূল কসাই পালিয়ে যাওয়ায় তার সহকারী রবিনকে আটক করা হয়। পরে তাকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পরেরদিন শুক্রবারকে কেন্দ্র করে এই গরুটি জবাই করা হচ্ছিল। ক্রেতারা বলেন, যারা অসুস্থ বা মরা গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কসাইরা যখন গরু জবাই করে তখন সরকারি লোকের উপস্থিত থাকা প্রয়োজন। এ ধরনের ঘটনায় কঠোর বিচার দাবি জানাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো: ইব্রাহিম হোসেন জানান, প্রতিদিনের মত বাজার তদারকিতে আমি নিজেই বের হই সাহেব বাজারে। হঠাৎ দেখি একটি গরু জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে, সেখানে আমি দেখতে পাই গরুটির লেজ বিচ্ছিন্ন, চামড়া খসে পড়ছে তা দেখেই আমার মনে হয়েছে গরুটি আধামরা। পরে ফোর্সসহ অভিযান চালালে কসাই তার সহযোগীকে রেখে পালিয়ে যান। এরপর রবিন নামের একজনকে আটক ও ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়।