ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

অসীম কুমার উকিল ও তার স্ত্রীর ১৬ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

  • আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অসীম কুমার উকিল -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে থাকা ১৬টি ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া বসুন্ধরা শপিং মলে অপু উকিলের নামে থাকা পাঁচটি দোকান দেখভালেও রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদগুলোর ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন।

পরবর্তী সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অসীম কুমার উকিল ও তার স্ত্রীর ১৬ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে থাকা ১৬টি ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া বসুন্ধরা শপিং মলে অপু উকিলের নামে থাকা পাঁচটি দোকান দেখভালেও রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদগুলোর ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন।

পরবর্তী সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।