ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

‘অসাম গ্যালাক্সি এ’ আয়োজন আনছে স্যামসাং

  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সংবাদকর্মী আর প্রযুক্তিভক্তদের ‘অসাম গ্যালাক্সি এ’-এর আমন্ত্রন পাঠানো শুরু করেছে স্যামসাং। বাজারে জোর গুঞ্জন, এই আয়োজনে মাঝারি দামের নতুন দুটি স্মার্টফোন দেখাবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট।
১৭ মার্চের ‘অসাম গ্যালাক্সি এ’ হবে এ বছর স্যামসাংয়ের আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠান। গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল ‘গ্যালাক্সি আনপ্যাকড’।
স্যামসাং বর্তমান লাইন-আপে ‘গ্যালাক্সি এ৭৩’ এবং ‘গ্যালাক্সি এ৫৩’ নামের দুটি নতুন ফোন যোগ করবে– এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। গেল বছর একই সময়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্যামসাং ‘গ্যালাক্সি এ৭২’ এবং ‘গ্যালাক্সি এ৫২’ উন্মোচন করেছিল। ফোন দুটির আরো আধুনিক মডেল বাজারে আসার সময় ঘনিয়ে এসেছে এবং সম্ভবত এ মাসের ‘অসাম গ্যালাক্সি এ’ আয়োজনেই নতুন দুটি সংস্করণের দেখা মিলবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে সাইটটি। বলা হচ্ছে, ৫জি সুবিধা সংযোগ সুবিধা থাকবে উভয় ডিভাইসে। গুঞ্জন সত্যি হলে, ‘এ৭২’ আরো আধুনিক সংস্করণ হবে ‘এ৭৩’; আর ‘এ৫২’-তে ৫জি সুবিধা ছিল আগে থেকেই । ‘এ৭৩’-তে আগের ৬.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ‘স্ন্যাপড্রাগন ৭৫০জি’ চিপ থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর, ‘এ৫৩’র পর্দার আকার সম্ভবত ৬.৫ ইঞ্চি হবে এবং স্যামসাংয়ের নিজস্ব নকশার ‘এক্সিনোস ১২০০’ চিপ থাকবে। ‘অসাম গ্যালাক্সি এ’ ইভেন্টটি ১৭ মার্চ স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘অসাম গ্যালাক্সি এ’ আয়োজন আনছে স্যামসাং

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : সংবাদকর্মী আর প্রযুক্তিভক্তদের ‘অসাম গ্যালাক্সি এ’-এর আমন্ত্রন পাঠানো শুরু করেছে স্যামসাং। বাজারে জোর গুঞ্জন, এই আয়োজনে মাঝারি দামের নতুন দুটি স্মার্টফোন দেখাবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট।
১৭ মার্চের ‘অসাম গ্যালাক্সি এ’ হবে এ বছর স্যামসাংয়ের আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠান। গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল ‘গ্যালাক্সি আনপ্যাকড’।
স্যামসাং বর্তমান লাইন-আপে ‘গ্যালাক্সি এ৭৩’ এবং ‘গ্যালাক্সি এ৫৩’ নামের দুটি নতুন ফোন যোগ করবে– এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। গেল বছর একই সময়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্যামসাং ‘গ্যালাক্সি এ৭২’ এবং ‘গ্যালাক্সি এ৫২’ উন্মোচন করেছিল। ফোন দুটির আরো আধুনিক মডেল বাজারে আসার সময় ঘনিয়ে এসেছে এবং সম্ভবত এ মাসের ‘অসাম গ্যালাক্সি এ’ আয়োজনেই নতুন দুটি সংস্করণের দেখা মিলবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে সাইটটি। বলা হচ্ছে, ৫জি সুবিধা সংযোগ সুবিধা থাকবে উভয় ডিভাইসে। গুঞ্জন সত্যি হলে, ‘এ৭২’ আরো আধুনিক সংস্করণ হবে ‘এ৭৩’; আর ‘এ৫২’-তে ৫জি সুবিধা ছিল আগে থেকেই । ‘এ৭৩’-তে আগের ৬.৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ‘স্ন্যাপড্রাগন ৭৫০জি’ চিপ থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর, ‘এ৫৩’র পর্দার আকার সম্ভবত ৬.৫ ইঞ্চি হবে এবং স্যামসাংয়ের নিজস্ব নকশার ‘এক্সিনোস ১২০০’ চিপ থাকবে। ‘অসাম গ্যালাক্সি এ’ ইভেন্টটি ১৭ মার্চ স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।