ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপির

  • আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আজ বৃহস্পতিবার থেকে তিন দিন সারাদেশে গণসংযোগ এবং রোববার আবারও সকাল-সন্ধ্যা অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করবে। সবশেষ গত ১২ ও ১৩ ডিসেম্বর বিএনপি সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করে। আগামী রোববার হবে তাদের দ্বাদশ দফা অবরোধ।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে প- হয়ে যাওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল এবং ১১ দফায় ২২ দিন অবরোধ করেছে। এরপর তারা অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি দিল।
বুধবার সকালে রিজভী এক সংবাদ ব্রিফিংয়ে ভোট বর্জনের অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন। পাশাপাশি সরকারকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়া এবং ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানানো হয়। মামলার আসামি দলীয় নেতাকর্মীদেরকে আদালতে হাজিরা না দিতে বলেন রিজভী। তিনি বলেন, “প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপির

আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আজ বৃহস্পতিবার থেকে তিন দিন সারাদেশে গণসংযোগ এবং রোববার আবারও সকাল-সন্ধ্যা অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করবে। সবশেষ গত ১২ ও ১৩ ডিসেম্বর বিএনপি সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করে। আগামী রোববার হবে তাদের দ্বাদশ দফা অবরোধ।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে প- হয়ে যাওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল এবং ১১ দফায় ২২ দিন অবরোধ করেছে। এরপর তারা অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি দিল।
বুধবার সকালে রিজভী এক সংবাদ ব্রিফিংয়ে ভোট বর্জনের অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন। পাশাপাশি সরকারকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়া এবং ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানানো হয়। মামলার আসামি দলীয় নেতাকর্মীদেরকে আদালতে হাজিরা না দিতে বলেন রিজভী। তিনি বলেন, “প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”