ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

অশ্বিন সর্বকালের সেরাদের কেউ নয় : মাঞ্জরেকার

  • আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের বর্ষীয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে অনেকেই বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা স্পিনার বলে মনে করেন। দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড আছে এই ভারতীয় অফ স্পিনারের দখলে। তবে তাকে বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার হিসাবে মানতে নারাজ সঞ্জয় মাঞ্জরেকার। উপমহাদেশীয় দেশগুলি বাদে বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে উইকেট শিকারে অশ্বিনের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন। মাঞ্জরেকার মনে করেন সাম্প্রতিককালে স্পিন সহায়ক ভারতীয় উইকেটে ৩৪ বছর বয়সী অশ্বিনকে ছাপিয়ে গেছেন তার সতীর্থ রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা। সাবেক এই ব্যাটসম্যানের ভাষায়, ‘অনেকেই অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম বলে। কিন্তু এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মতে অশ্বিনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো সেনা দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) সে একবারও এক ইনিংসে পাঁচ উইকেট নেয়নি।’
তিনি আরও বলেন, ‘অপরদিকে যদি আপনি ভারতীয় পিচের স্পিন সহায়ক পরিবেশে বিপক্ষের ব্যাটিংকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় জাদেজা সাম্প্রতিক চার বছরে সমান দক্ষতার সঙ্গে উইকেট নিয়েছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজেও অক্ষর প্যাটেল অশ্বিনের থেকে বেশি উইকেট (অশ্বিন চার টেস্টে ৩২, অক্ষর তিন টেস্টে ২৭) নিয়েছে। সেই কারণেই অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে আমি অন্তত মানতে পারব না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অশ্বিন সর্বকালের সেরাদের কেউ নয় : মাঞ্জরেকার

আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের বর্ষীয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে অনেকেই বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা স্পিনার বলে মনে করেন। দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড আছে এই ভারতীয় অফ স্পিনারের দখলে। তবে তাকে বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার হিসাবে মানতে নারাজ সঞ্জয় মাঞ্জরেকার। উপমহাদেশীয় দেশগুলি বাদে বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে উইকেট শিকারে অশ্বিনের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন। মাঞ্জরেকার মনে করেন সাম্প্রতিককালে স্পিন সহায়ক ভারতীয় উইকেটে ৩৪ বছর বয়সী অশ্বিনকে ছাপিয়ে গেছেন তার সতীর্থ রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা। সাবেক এই ব্যাটসম্যানের ভাষায়, ‘অনেকেই অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম বলে। কিন্তু এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মতে অশ্বিনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো সেনা দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) সে একবারও এক ইনিংসে পাঁচ উইকেট নেয়নি।’
তিনি আরও বলেন, ‘অপরদিকে যদি আপনি ভারতীয় পিচের স্পিন সহায়ক পরিবেশে বিপক্ষের ব্যাটিংকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় জাদেজা সাম্প্রতিক চার বছরে সমান দক্ষতার সঙ্গে উইকেট নিয়েছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজেও অক্ষর প্যাটেল অশ্বিনের থেকে বেশি উইকেট (অশ্বিন চার টেস্টে ৩২, অক্ষর তিন টেস্টে ২৭) নিয়েছে। সেই কারণেই অশ্বিনকে সর্বকালের সেরাদের মধ্যে আমি অন্তত মানতে পারব না।’