ক্রীড়া ডেস্ক : মাঠের মধ্যে খেলা চলাকালীন অশালীন ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটে। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ৯ম ওভারে বাজে ভাষা ব্যবহার করেন ফিঞ্চ, যা ধরা পড়ে স্টাম্প মাইকে। এই কাজের মাধ্যমে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লংঘন করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, যা আন্তর্জাতিক ম্যাচে শ্রবণের অযোগ্য ভাষার ব্যবহারের অপরাধ সম্পর্কিত। ফিঞ্চ অপরাধ স্বীকার করেছেন। ২৪ মাসে ফিঞ্চের এটাই প্রথম অপরাধ। চলতি সিরিজের বাকি সময়ে কিংবা আসন্ন বিশ্বকাপে ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে নিষিদ্ধ হতে পারেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ রানের হেরেছে অজিরা। সিরিজের ২য় ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দলটির সামনে। আগামী ১২ অক্টোবর ২য় ম্যাচে মাঠে নামবে দুই দল।