ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা মেসি-ডি মারিয়াদের

  • আপডেট সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মাসতিনেক আগে সাফ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল নারী দলের জন্য। সেখানে ঘটে বড় এক দুর্ঘটনা। খোলা বাসে আনন্দ করার সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার। কপালে তিনটি সেলাই লেগেছিল তার।এমনই এক দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর রাজধানী বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয় দলের জন্য। সেখানে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়।লুসাইল স্টেডিয়ামে গত রোববার শিরোপাধারী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরের আগে ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা। তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হন লাখো মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।বাসের এক প্রান্তে ছাদের ওপরে বসে ছিলেন লিওনেল মেসি, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, মেসি, আঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। আনন্দ উদযাপনের একপর্যায়ে হুট করেই তাদের মুখের সামনে চলে আসে তার। দেখে মনে হচ্ছিল, বিদ্যুত সংযোগের তার ছিল সেগুলো।সেটা চোখে পড়তেই এক ঝটকায় মাথা নামিয়ে নেন মেসিরা। পারেদেসের মাথায় একটু লাগে, ক্যাপটি তারের সঙ্গে লেগে পড়ে যায় নিচে। তবে ভাগ্য ভালোই বলতে হবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা মেসি-ডি মারিয়াদের

আপডেট সময় : ১০:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : মাসতিনেক আগে সাফ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল নারী দলের জন্য। সেখানে ঘটে বড় এক দুর্ঘটনা। খোলা বাসে আনন্দ করার সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার। কপালে তিনটি সেলাই লেগেছিল তার।এমনই এক দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর রাজধানী বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয় দলের জন্য। সেখানে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়।লুসাইল স্টেডিয়ামে গত রোববার শিরোপাধারী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরের আগে ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা। তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হন লাখো মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।বাসের এক প্রান্তে ছাদের ওপরে বসে ছিলেন লিওনেল মেসি, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, মেসি, আঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। আনন্দ উদযাপনের একপর্যায়ে হুট করেই তাদের মুখের সামনে চলে আসে তার। দেখে মনে হচ্ছিল, বিদ্যুত সংযোগের তার ছিল সেগুলো।সেটা চোখে পড়তেই এক ঝটকায় মাথা নামিয়ে নেন মেসিরা। পারেদেসের মাথায় একটু লাগে, ক্যাপটি তারের সঙ্গে লেগে পড়ে যায় নিচে। তবে ভাগ্য ভালোই বলতে হবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।