ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

অলিম্পিক রেকর্ড গড়ে টিটমাসের দ্বিতীয় সোনা

  • আপডেট সময় : ১০:৫২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শেষ ২৫ মিটারে দারুণ নৈপুণ্যে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হলেন আরিয়ার্ন টিটমাস। টোকিও অলিম্পিকসে আরেকটি সোনার স্বাদ পেলেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ১ মিনিট ৫৩ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সেরা হন টিটমাস। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে আগের রেকর্ডটি (১ মিনিট ৫৩ দশমিক ৬১ সেকেন্ড) গড়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন স্মিট। এটি নিয়ে টোকিওর আসরে দ্বিতীয় সোনা জিতলেন টিটমাস। এর আগে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হয়েছিলেন ২০ বছর বয়সী এই সাঁতারু। ১ মিনিট ৫৩ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে রুপা পেয়েছেন হংকং চীনের শিভন বের্নাডেট হোহি। কানাডার পেনি ওলেকসিয়াক পেয়েছেন ব্রোঞ্জ (১ মিনিট ৫৪ দশমিক ৭০ সেকেন্ড)।
দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে টিটমাস বললেন, আত্মবিশ্বাসের জোরেই ছোট্ট একটি শহর থেকে তিনি উঠে এসেছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে। “তাসমানিয়ার ছোট একটি শহর থেকেই আমি এসেছি এবং এই সাফল্য দেখাচ্ছে, যদি নিজের উপর বিশ্বাস থাকে যে কিছু করা সম্ভব, চেষ্টা করতে থাকলে নিশ্চিতভাবেই সে কাজটি করতে পারবে।” তবে এখনই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে টিটমাস তাকিয়ে আরও সাফল্যের দিকে। “ আমি এখন রিলে ও ৮০০ মিটার নিয়ে ভাবছি। অতি বেশি উদযাপন করে মিটের বাকিটা নষ্ট করতে চাই না।” রুপা জিতলেও হোহির উচ্ছ্বাসও কম ছিল না। হংকং সাঁতার থেকে প্রথম পদক পেল তো তার হাত ধরেই! “এই মিটে ফাইনালে খেলতে চেয়েছিলাম আমি এবং সবসময়ই মনে হচ্ছিল, পোডিয়ামের খুব কাছাকাছি আছি। শেষ পর্যন্ত মেডেল জিততে পারার মানে আমার কাছে অনেক বড়।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অলিম্পিক রেকর্ড গড়ে টিটমাসের দ্বিতীয় সোনা

আপডেট সময় : ১০:৫২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : শেষ ২৫ মিটারে দারুণ নৈপুণ্যে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হলেন আরিয়ার্ন টিটমাস। টোকিও অলিম্পিকসে আরেকটি সোনার স্বাদ পেলেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ১ মিনিট ৫৩ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সেরা হন টিটমাস। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে আগের রেকর্ডটি (১ মিনিট ৫৩ দশমিক ৬১ সেকেন্ড) গড়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন স্মিট। এটি নিয়ে টোকিওর আসরে দ্বিতীয় সোনা জিতলেন টিটমাস। এর আগে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হয়েছিলেন ২০ বছর বয়সী এই সাঁতারু। ১ মিনিট ৫৩ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে রুপা পেয়েছেন হংকং চীনের শিভন বের্নাডেট হোহি। কানাডার পেনি ওলেকসিয়াক পেয়েছেন ব্রোঞ্জ (১ মিনিট ৫৪ দশমিক ৭০ সেকেন্ড)।
দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে টিটমাস বললেন, আত্মবিশ্বাসের জোরেই ছোট্ট একটি শহর থেকে তিনি উঠে এসেছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে। “তাসমানিয়ার ছোট একটি শহর থেকেই আমি এসেছি এবং এই সাফল্য দেখাচ্ছে, যদি নিজের উপর বিশ্বাস থাকে যে কিছু করা সম্ভব, চেষ্টা করতে থাকলে নিশ্চিতভাবেই সে কাজটি করতে পারবে।” তবে এখনই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে টিটমাস তাকিয়ে আরও সাফল্যের দিকে। “ আমি এখন রিলে ও ৮০০ মিটার নিয়ে ভাবছি। অতি বেশি উদযাপন করে মিটের বাকিটা নষ্ট করতে চাই না।” রুপা জিতলেও হোহির উচ্ছ্বাসও কম ছিল না। হংকং সাঁতার থেকে প্রথম পদক পেল তো তার হাত ধরেই! “এই মিটে ফাইনালে খেলতে চেয়েছিলাম আমি এবং সবসময়ই মনে হচ্ছিল, পোডিয়ামের খুব কাছাকাছি আছি। শেষ পর্যন্ত মেডেল জিততে পারার মানে আমার কাছে অনেক বড়।”