ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিক গেমসের আসর থেকে বিদায় নিলেন ব্রিটেনের অ্যান্ডি মারে-জো সালিসবিউরি। এর আগে ইনজুরির জন্য পুরুষ একক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মারে। তখন শুধু দ্বৈত খেলবেন বলে মনস্থির করেছিলেন। কোয়ার্টার ফাইনালে শুরুটা ভালোই করেছিলেন মারে-সালিসবিউরি। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ইভান দোদিগের কাছে। ৪-৬, ৭-৬ (২), ১০-৭ সেটে হেরেছেন অ্যান্ডি মারে-জো সালিসবিউরি। টেনিসের পুরুষ এককের টানা দুইবারের চ্যাম্পিয়ন মারে। ২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। টোকিও অলিম্পিকই হয়তো ৩৪ বছর বয়সী মারের শেষ অলিম্পিক। এবারের অলিম্পিকযাত্রা এমনভাবে শেষ করে হতাশ মারে। তিনি বলেন, আমি জানি না আবারও অলিম্পিকে খেলার সুযোগ পাব কী না। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। দিনটা এমনভাবে শেষ না হলেই ভালো হতো। জোয়ের সঙ্গে আরেকটি মেডেল জেতার সুযোগ ছিল। আমরা খুব কাছাকাছিও গিয়েছিলাম। এজন্যই বেশি হতাশ লাগছে।