ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

অলিম্পিকের উদ্বোধনে শুধু ভিআইপিরা থাকবেন

  • আপডেট সময় : ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : করোনা আতঙ্কে টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিশিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানি গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যাটি একেবারেই কমিয়ে আনা হয়েছে। গণমাধ্যম সূত্র আরো জানিয়েছে, আয়োজকরা বড় ভেন্যুগুলোতে দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে যাচ্ছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশি ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তি আগামী ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ কোনো দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। টোকিওতে আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত মাসে আয়োজক সূত্র জানিয়েছিল, ভেন্যুর ধারণক্ষমতা অর্ধেকে কমিয়ে অন্তত ১০ হাজার স্বাগতিক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনার কারণে বিদেশি দর্শকদের নিষেধাজ্ঞার ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আয়োজকরা নতুন করে চিন্তা করতে বাধ্য হয়। গেমস সভাপতি সেইকো হাশিমোতো গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছেন দর্শকবিহীন গেমস আয়োজনই এখন একমাত্র উপায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অলিম্পিকের উদ্বোধনে শুধু ভিআইপিরা থাকবেন

আপডেট সময় : ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : করোনা আতঙ্কে টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিশিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানি গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যাটি একেবারেই কমিয়ে আনা হয়েছে। গণমাধ্যম সূত্র আরো জানিয়েছে, আয়োজকরা বড় ভেন্যুগুলোতে দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে যাচ্ছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশি ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তি আগামী ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ কোনো দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। টোকিওতে আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত মাসে আয়োজক সূত্র জানিয়েছিল, ভেন্যুর ধারণক্ষমতা অর্ধেকে কমিয়ে অন্তত ১০ হাজার স্বাগতিক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনার কারণে বিদেশি দর্শকদের নিষেধাজ্ঞার ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আয়োজকরা নতুন করে চিন্তা করতে বাধ্য হয়। গেমস সভাপতি সেইকো হাশিমোতো গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছেন দর্শকবিহীন গেমস আয়োজনই এখন একমাত্র উপায়।