ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

অলরাউন্ড নৈপুণ্যে আইপিএলে জাদেজার অনন্য কীর্তি

  • আপডেট সময় : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বোলিংয়ে ছিলেন বিবর্ণ, ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি রাভিন্দ্রা জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে তার এমন ব্যর্থতা বেশ বিরল। এর প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও তিন হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। বাঁহাতি স্পিনে একশ উইকেটের মাইলফলক বেশ আগেই স্পর্শ করেন জাদেজা। শুক্রবার স্পর্শ করলেন তিন হাজার রানের সীমানা। তাতেই গড়লেন অনন্য কীর্তি। বঙ্গোলুরুর বিপক্ষে ৫০ রানে হেরেছে চেন্নাই। চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৮ বছরের মধ্েয ভিরাট কোহলির দলের বিপক্ষে যা তাদের প্রথম হার।
৩ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন জাদেজা।

পরে সাতে নেমে ১৯ বলে এক ছক্কা ও দুই চারে তিনি করেন ২৫ রান। ২ হাজার ৯৭৬ রান নিয়ে ম্যাচ শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জশ হেইজেলউডের বলে ক্যাচ দিয়ে ফেরার সময় আইপিএলে তার রান ৩ হাজার ১। ২৪২ ম্যাচের ১৮৬ ইনিংসে ২৭.২৮ গড়ে রান করেছেন জাদেজা, স্ট্রাইক রেট ১২৯.৫২। ফিফটি তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৬২। ২১৩ ইনিংস বোলিং করে ৩০.৭৬ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ওভারপ্রতি খরচ ৭.৬৪। তিনবার নিয়েছেন চার উইকেট, একবার পাঁচ উইকেট ৫/১৬। স্বাভাবিকভাবেই সেটাই তার সেরা বোলিং। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলে খেলা শেন ওয়াটসন ১০০ উইকেট ও ৩ হাজার রানের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার ক্যারিয়ারের ইতি টানেন ৯২ উইকেট নিয়ে। ভারতের এই টুর্নামেন্টে তার রান ৩ হাজার ৮৭৪। জাদেজাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই এখনও। একশর আশেপাশে উইকেট আছে এবং দুই হাজারের বেশি রান আছে এমন খেলোয়াড়দের মধ্েয এখনও খেলছেন কেবল আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সে খেলা ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের উইকেট ১১৫টি, রান ২ হাজার ৪৮৮।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অলরাউন্ড নৈপুণ্যে আইপিএলে জাদেজার অনন্য কীর্তি

আপডেট সময় : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: বোলিংয়ে ছিলেন বিবর্ণ, ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি রাভিন্দ্রা জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে তার এমন ব্যর্থতা বেশ বিরল। এর প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একশ উইকেট ও তিন হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। বাঁহাতি স্পিনে একশ উইকেটের মাইলফলক বেশ আগেই স্পর্শ করেন জাদেজা। শুক্রবার স্পর্শ করলেন তিন হাজার রানের সীমানা। তাতেই গড়লেন অনন্য কীর্তি। বঙ্গোলুরুর বিপক্ষে ৫০ রানে হেরেছে চেন্নাই। চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৮ বছরের মধ্েয ভিরাট কোহলির দলের বিপক্ষে যা তাদের প্রথম হার।
৩ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন জাদেজা।

পরে সাতে নেমে ১৯ বলে এক ছক্কা ও দুই চারে তিনি করেন ২৫ রান। ২ হাজার ৯৭৬ রান নিয়ে ম্যাচ শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জশ হেইজেলউডের বলে ক্যাচ দিয়ে ফেরার সময় আইপিএলে তার রান ৩ হাজার ১। ২৪২ ম্যাচের ১৮৬ ইনিংসে ২৭.২৮ গড়ে রান করেছেন জাদেজা, স্ট্রাইক রেট ১২৯.৫২। ফিফটি তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৬২। ২১৩ ইনিংস বোলিং করে ৩০.৭৬ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ওভারপ্রতি খরচ ৭.৬৪। তিনবার নিয়েছেন চার উইকেট, একবার পাঁচ উইকেট ৫/১৬। স্বাভাবিকভাবেই সেটাই তার সেরা বোলিং। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলে খেলা শেন ওয়াটসন ১০০ উইকেট ও ৩ হাজার রানের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার ক্যারিয়ারের ইতি টানেন ৯২ উইকেট নিয়ে। ভারতের এই টুর্নামেন্টে তার রান ৩ হাজার ৮৭৪। জাদেজাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই এখনও। একশর আশেপাশে উইকেট আছে এবং দুই হাজারের বেশি রান আছে এমন খেলোয়াড়দের মধ্েয এখনও খেলছেন কেবল আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সে খেলা ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের উইকেট ১১৫টি, রান ২ হাজার ৪৮৮।