ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুইয়ে

  • আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়। গত সপ্তাহে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। মিরাজের পারফরম্যান্সের ব্যাপারও তাই ছিল না। তবে তার ওপরে থাকা রাভিচান্দ্রান অশ্বিনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড ভালো পারফর্ম করতে না পারায় ভারতীয় ক্রিকেটার নেমে গেছেন তিনে। মিরাজ উঠে গেছেন দুইয়ে। পাকিস্তান সফর থেকে ফেরার পর গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর মিরাজ বলেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান। তবে খুব দ্রুত যে তা সম্ভব নয়, বলেছিলেন সেটিও। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে আসেন তিনি। এবার তার জায়গা হলো দুইয়ে।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। ভালো করতে না পারলে পিছিয়ে পড়বেন আরও। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। মিরাজের অবস্থান তাই আপাতত নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সে ওপর। ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে শীর্ষে রাভিন্দ্রা জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে মার্কো ইয়ানসেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুইয়ে

আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়। গত সপ্তাহে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। মিরাজের পারফরম্যান্সের ব্যাপারও তাই ছিল না। তবে তার ওপরে থাকা রাভিচান্দ্রান অশ্বিনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড ভালো পারফর্ম করতে না পারায় ভারতীয় ক্রিকেটার নেমে গেছেন তিনে। মিরাজ উঠে গেছেন দুইয়ে। পাকিস্তান সফর থেকে ফেরার পর গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর মিরাজ বলেছিলেন, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান। তবে খুব দ্রুত যে তা সম্ভব নয়, বলেছিলেন সেটিও। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে আসেন তিনি। এবার তার জায়গা হলো দুইয়ে।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। ভালো করতে না পারলে পিছিয়ে পড়বেন আরও। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। মিরাজের অবস্থান তাই আপাতত নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সে ওপর। ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে শীর্ষে রাভিন্দ্রা জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে মার্কো ইয়ানসেন।