অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম এবার নিয়ে এসেছে ‘ফিউচার রেডি ফ্যামিলি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় অলটাইম ব্রেড দিয়ে সকালের নাস্তা তৈরি করে তার ছবি কিংবা ভিডিও পাঠালে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। এ কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পুরস্কারের মধ্যে রয়েছে- টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক আয়রনসহ বিভিন্ন পুরস্কার। অলটাইমের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, ‘করোনার সময় শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ বিষয়টি সবার সামনে তুলে ধরছি। আমাদের অলটাইম ব্রেড অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে। ফলে ভোক্তারা সহজেই অলটাইম ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন।’ অলটাইমের ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, ‘ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমে অলটাইম ব্রেড দিয়ে স্বাস্থ্যকর সকালের নাস্তা প্রস্তুত করতে হবে। এরপর সেই খাবারের সঙ্গে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে অলটাইমের ফেসবুক পেজের কমেন্টে কিংবা ইনবক্সে। সেখান থেকে সেরা ছবি বাছাই করে বিজয়ী ঘোষণা করা হবে।’