বিনোদন ডেস্ক : বর্তমান ভার্চুয়াল যুগে আড্ডা হোক কিংবা জরুরি কাজ। বাস্তবতার পাশপাশি এখন নিত্য-নতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগত। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। বিশেষ করে অবসরের সময়টাতে এর জনপ্রিয়তা বোঝা যায়। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। প্রযুক্তির কল্যাণে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের সবার কম বেশি এই মাধ্যমে একাউন্ট আছে। সময় ও সভ্যতার পরিবর্তনে এখন গুণের পাশাপাশি তারকার জনপ্রিয়তা মাপা হয় সোস্যাল মিডিয়ার অনুসারী দিয়ে। সেদিক থেকে ৫০ লক্ষ ফলোয়ার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মেহজাবীন চৌধুরী, যাকে বলা হয় দেশের সর্বাধিক দর্শকের তারকা। এ অর্জনের মধ্য দিয়ে মেহজাবীনের অসংখ্য রেকর্ডের খাতায় এবার যুক্ত হল নতুন পালক। ইনস্টাগ্রামে এমনিতেই সবচেয়ে বেশি ফলোয়ার তার। এবার দেশের প্রথম ব্যক্তি হিসেবে এ তারকার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লাখের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করল। বাংলাদেশের আর কোনও তারকা কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এত বেশি অনুসারী নেই।
এ বিষয়ে মেহজাবীন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘ইনস্টাগ্রামের আলাদা একটা অডিয়েন্স আছে। তারা আমাকে অনুসরণ করে এটা আমার জন্য ভালো লাগার ব্যাপার। আজকে ৫০ লাখ পূর্ণ হলো, এটা অন্যরকম এক ভালো লাগা। সেই সঙ্গে বাড়তি পাওয়া। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।’ ২০১২ সালে ইন্সটাগ্রাম আইডিটি খুলেছিলেন জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা নাহলে এতদিনে হয়তো আরো অনেক বেশি অনুসারী হতো। তখন শুধু আমার কাছের কয়েকজনই ছিলেন আইডিতে। এরপর ২০১৭ সালের দিকে এটার প্রাইভেসি পাবলিক করি।’ মেহজাবীন বলেন, ‘যখন কাজে নিয়মিত হলাম এবং বিভিন্ন প্রোডাক্টসের শুভেচ্ছাদূত হতে থাকলাম, ইনস্টাতে তাদের প্রোডাক্ট প্রমোশন করার বিষয়ে ডিমান্ড আসতে শুরু করল। তখন সেটা (নিজের ইন্সটাগ্রাম আইডি) সবার জন্য উন্মুক্ত করি।’ তিনি যোগ করেন, ‘এ মাধ্যমেও দর্শকের কাছাকাছি পৌঁছানো যায়, কাজের প্রমোশন করা যায়, তাদেরকে যেকোনো বার্তা দেওয়া যায়। যারা এভাবে সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ এদিকে ৪০ লাখ ৭০ হাজার অনুসারী নিয়ে এ মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তৃতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া, যার বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী ৩০ লাখ ৯০ হাজারেরও বেশি।
অর্ধকোটি ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে শীর্ষে মেহজাবীন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ