ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

অর্থ নিয়ে যন্ত্রণায় আছেন এই ভারতীয়

  • আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ‘অর্থ অনর্থের মূল’ এই প্রবাদবাক্য হাল আমলে অনেকে হয়তো মানতে চাইবেন না। তবে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার এক বাসিন্দা বর্তমানে টের পাচ্ছেন আসলে অর্থ কতটা অনর্থের মূল। লটারির বদৌলতে বিপুল অর্থের মালিক বনে যাওয়ার পর চারপাশের লোক জন এখন তাকে ঘিরে ধরেছে। যারা একসময় কথাই বলতো না, তারাও এখন দেখা হলে অর্থ ধার চাইছে। মুদি পণ্য কিনতে দোকানদারকে বড় নোট দিলে খুচরা বাকী টাকা ফেরতই দিচ্ছে না। তাদের ভাবটা এমন যে, এতো টাকা কী করবে? আমাদেরকে দিয়ে যাও।
দুই মাস আগে ৩২ বছরের অনুপ বি সরকারি লটারি জিতেছিলেন। ওই লটারিতে তিনি পেয়েছেন ২৫ কোটি রুপি। হঠাৎ করে এতো অর্থের মালিক বনে যাওয়ায় আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন অনুপ। কিন্তু কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হলেন অনুপ। এক ভিডিওতে তিনি অর্থের জন্য তার পরিবারের সদস্যদের হয়রানি না করার অনুরোধ করলেন। এবার আফসোস করে তিন বললেন, ‘হায়! যদি লটারি না জিততাম তাহলেই হয়তো ভালো হতো!’
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অনুপ বলেন, ‘আমার ছেলের জন্য ব্যাগ কিনতে দোকানে গিয়েছিলাম। দোকানদার আমাকে খুচরা রুপি ফেরতই দিলো না। তার ভাবখানা এমন যে, আমার বাকী রুপির কোনো দরকারই নেই।’
তিনি বলেন, লোক জনের যন্ত্রণায় তার এখন রাস্তা দিয়ে হাঁটাই মুশকিল হয়ে পড়েছে। আত্মীয়-স্বজনরা ঘনঘন বাড়িতে এসে অর্থ চাইছে। অনুপ বলেন, ‘এক সময় যে মানুষগুলো আমাদের ঘনিষ্ঠ ছিল, তারা এখন আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কেউ না পড়লে বুঝতে পারবে না কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা অনেকটা সিনেমার দৃশ্যের মতো, যাদেরকে চিনতেন তারা এখন সবাই বাড়িতে এসে হাজির।’
একসময়ের অটোরিকশা চালক অনুপ জানান, অদ্ভূত সব বায়না নিয়ে লোকজন তার বাড়িতে হাজির হচ্ছে। এরই মধ্যে এক জন এসে বললেন, তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন, এর জন্য অর্থ সাহায্য চান। আরেক ব্যক্তি সারাদিন তার বাড়িতে এসে বসেছিল। ওই ব্যক্তির দাবি, তাকে যেন একটা রয়েল এনফিল্ড মোটরসাইকেল কিনে দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ নিয়ে যন্ত্রণায় আছেন এই ভারতীয়

আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ‘অর্থ অনর্থের মূল’ এই প্রবাদবাক্য হাল আমলে অনেকে হয়তো মানতে চাইবেন না। তবে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার এক বাসিন্দা বর্তমানে টের পাচ্ছেন আসলে অর্থ কতটা অনর্থের মূল। লটারির বদৌলতে বিপুল অর্থের মালিক বনে যাওয়ার পর চারপাশের লোক জন এখন তাকে ঘিরে ধরেছে। যারা একসময় কথাই বলতো না, তারাও এখন দেখা হলে অর্থ ধার চাইছে। মুদি পণ্য কিনতে দোকানদারকে বড় নোট দিলে খুচরা বাকী টাকা ফেরতই দিচ্ছে না। তাদের ভাবটা এমন যে, এতো টাকা কী করবে? আমাদেরকে দিয়ে যাও।
দুই মাস আগে ৩২ বছরের অনুপ বি সরকারি লটারি জিতেছিলেন। ওই লটারিতে তিনি পেয়েছেন ২৫ কোটি রুপি। হঠাৎ করে এতো অর্থের মালিক বনে যাওয়ায় আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন অনুপ। কিন্তু কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হলেন অনুপ। এক ভিডিওতে তিনি অর্থের জন্য তার পরিবারের সদস্যদের হয়রানি না করার অনুরোধ করলেন। এবার আফসোস করে তিন বললেন, ‘হায়! যদি লটারি না জিততাম তাহলেই হয়তো ভালো হতো!’
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অনুপ বলেন, ‘আমার ছেলের জন্য ব্যাগ কিনতে দোকানে গিয়েছিলাম। দোকানদার আমাকে খুচরা রুপি ফেরতই দিলো না। তার ভাবখানা এমন যে, আমার বাকী রুপির কোনো দরকারই নেই।’
তিনি বলেন, লোক জনের যন্ত্রণায় তার এখন রাস্তা দিয়ে হাঁটাই মুশকিল হয়ে পড়েছে। আত্মীয়-স্বজনরা ঘনঘন বাড়িতে এসে অর্থ চাইছে। অনুপ বলেন, ‘এক সময় যে মানুষগুলো আমাদের ঘনিষ্ঠ ছিল, তারা এখন আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কেউ না পড়লে বুঝতে পারবে না কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা অনেকটা সিনেমার দৃশ্যের মতো, যাদেরকে চিনতেন তারা এখন সবাই বাড়িতে এসে হাজির।’
একসময়ের অটোরিকশা চালক অনুপ জানান, অদ্ভূত সব বায়না নিয়ে লোকজন তার বাড়িতে হাজির হচ্ছে। এরই মধ্যে এক জন এসে বললেন, তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন, এর জন্য অর্থ সাহায্য চান। আরেক ব্যক্তি সারাদিন তার বাড়িতে এসে বসেছিল। ওই ব্যক্তির দাবি, তাকে যেন একটা রয়েল এনফিল্ড মোটরসাইকেল কিনে দেওয়া হয়।