ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক ব্যবস্থাপক কারাগারে

  • আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : রংপুরে ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া শস্যঋণ বিতরণের নামে এক কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শস্যঋণ দেওয়ার নামে ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া ঋণ দেখিয়ে ওই অর্থ আত্মসাৎ করার অভিযোগে শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের রংপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম। আসামি পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গতকাল বৃহস্পতিবার প্রধান আসামি ওই ব্যাংকের পীরগাছা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়। দুদকের আইনজীবী হারুন অর রশীদ জানান, আসামি ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া শস্যঋণ বিতরণ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক ব্যবস্থাপক কারাগারে

আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

রংপুর সংবাদদাতা : রংপুরে ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া শস্যঋণ বিতরণের নামে এক কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শস্যঋণ দেওয়ার নামে ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া ঋণ দেখিয়ে ওই অর্থ আত্মসাৎ করার অভিযোগে শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের রংপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম। আসামি পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গতকাল বৃহস্পতিবার প্রধান আসামি ওই ব্যাংকের পীরগাছা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়। দুদকের আইনজীবী হারুন অর রশীদ জানান, আসামি ১৬৮ জন কৃষকের হিসাবে ভুয়া শস্যঋণ বিতরণ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।