বিনোদন ডেস্ক: অর্থহীন ব্যান্ডে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট এহতেশাম আলী মঈন। এই ব্যান্ড দিয়েই সঙ্গীতাঙ্গনে পাকাপাকিভাবে যাত্রা শুরু হল ২৩ বছর বয়সী এই তরুণের। বিজ্ঞপ্তিতে ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটু জানিয়েছেন, অর্থহীন সব সময় তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করার চেষ্টা করে। সেই রীতি ধরে রাখা হয়েছে এবারেও। এখন থেকে অর্থহীনের অ্যালবামেও মঈনের পরিবেশনাও থাকবে বলে জানিয়েছেন টিটু। টিটু বলেছেন এই ব্যান্ডটি ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে।
অর্থহীনে যুক্ত হওয়া নিয়ে মঈন গ্লিটজকে বলেন, “গেল বছরের অক্টোবর- নভেম্বরের দিকে আমাকে ডাকা হয়েছিল, তারপর এতদিন অনেক প্র্যাকটিস সেশন চলল। অবশেষে অর্থহীনে যুক্ত হলাম, নতুন বছরে এই খবর অনেক আনন্দের, এখনো বিশ্বাস হচ্ছে না। আশা করছি দলের জন্য আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।” প্রায় ১৫ বছর ধরে গিটার বাজাচ্ছেন মঈন। এর আগে বেশ কয়েকটি ব্যান্ডে অতিথি গিটারিস্ট হিসেবে বাজিয়েছেন তিনি। ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। অর্থহীনের বর্তমান লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস)।