বিদেশের খবর ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেসকর্মীরা। দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানও ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা সহযোগে সোনিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে ছেলে রাহুল আর মেয়ে প্রিয়াংকাকে নিয়ে ইডির কার্যালয়ে হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে বিকালের আগেই তিনি ওই কার্যালয় ছাড়েন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ৭৫ বছর বয়সী এ রাজনীতিক কদিন আগেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক জটিলতার কথা বিবেচনায় নিয়ে মেয়ে প্রিয়াংকাকে ইডি কার্যালয়ে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে যেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রিয়াংকা সেই কক্ষ থেকে দূরেই ছিলেন। অর্থপাচার মামলায় রাহুলের পর সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদকে কংগ্রেস ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়েছে। দলীয় প্রধানের সমর্থনে দেশজুড়ে তাদের বিক্ষোভ থেকে একাধিক নেতাকে গ্রেপ্তারেরও খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার পার্লামেন্টের ভেতরেও কংগ্রেস নেতারা ‘ইডির অপব্যবহার বন্ধ করো’ ব্যানার নিয়ে মিছিল করেন। এই মামলায় গত ৮ জুন সোনিয়াকে ইডির দপ্তরে তলব করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। পরে ২৩ জুন তাকে তলব করা হলেও, পরে তা আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। জুনেই ইডি একই মামলায় ৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। তার প্রতিবাদে প্রতিদিনই দিল্লির রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেসের নেতাকর্মীরা।
অর্থপাচার মামলায় সোনিয়াকে জিজ্ঞাসাবাদ, দিল্লিতে বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ


























