ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’

  • আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারা বছর গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে বাংলাদেশ টেলিভিশন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হত। করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে টেলিভিশনটির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন বন্ধ ছিল। আবারও বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার। বিটিভি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বৃহস্পতিবার দুপুর ২টায় প্রচারিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। বিষয়টি জানিয়েছেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি বলেন, নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা। ‘অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চাটা এখনো ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রা শিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে।’ বিটিভিতে প্রচারিত এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্প নিয়ে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’

আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারা বছর গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে বাংলাদেশ টেলিভিশন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হত। করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে টেলিভিশনটির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন বন্ধ ছিল। আবারও বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার। বিটিভি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বৃহস্পতিবার দুপুর ২টায় প্রচারিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। বিষয়টি জানিয়েছেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি বলেন, নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা। ‘অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চাটা এখনো ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রা শিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে।’ বিটিভিতে প্রচারিত এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।