বিনোদন প্রতিবেদক ; বর্তমান সময়ের ব্যস্ততম শিল্পী তানিয়া বৃষ্টি। নিয়মিত নাটকে অভিনয় করছেন। সম্প্রতি ‘অরিজিনাল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম। এরই মধ্যে নাটকটি ইউটিউবে মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘‘অরিজিনাল’ একটু আলাদা ধাচের গল্প।কাজ করে ভালো লেগেছে।বিশেষ করে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আশা করছি, দর্শকও পছন্দ করবেন।’’ সম্প্রতি তানিয়া বেশকিছু নতুন নাটকের কাজ শেষ করেছেন। এসব নাটক খুব শিগগির প্রচার হবে। এছাড়াও সম্প্রতি প্রকাশিত ‘বডিগার্ড’, ‘অভিমানী তুমি ঘাড়ত্যাড়া আমি’, ‘লাভ টর্চার’ ও ‘প্যাকআপ’সহ বেশ কয়েকটি নাটক দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে এই অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন তানিয়া। ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও নিয়মিত হয়েছেন টিভি নাটকে। ভিন্ন ভিন্ন গল্পে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।