নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সারদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে সমন্বিত ও সর্বাত্মক উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সম্প্রতি অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান বলে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সভায় সাইফুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে।
এতে জনজীবনে গভীর উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুঃশ্চিন্তা দেখা দিয়েছে। খোদ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। রাজধানীতেই দিনে দুপুরে লোমহষর্ক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে। তিনি বলেন, সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায় না। কোনো কারণে সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে। এমতাবস্থায় অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে জরুরি ভিত্তিতে সমন্বিত ও সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। সাইফুল হক আরও বলেন, নন-ইস্যুকে ইস্যু বানিয়ে কোনো কোনো মহল সরকারকে রাজনৈতিক দলসমূহের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কি না এবং নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কি না- এখন এসব প্রশ্ন দেখা দিয়েছে। সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ঐকমত্য বাড়িয়ে তোলা এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
এছাড়া সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।