ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

অযৌক্তিকভাবে ইয়ার্নের মূল্য না বাড়ানোর অঙ্গীকার

  • আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইস্যুকৃত সর্বশেষ পি-আইয়ে ইয়ার্নের যে মূল্য উল্লেখ করা হয়েছে তা আর না বাড়ানোর অঙ্গীকার করেছেন খাতসংশ্লিষ্টরা। রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে দেশীয় বাজারে অযৌক্তিক হারে মূল্যবৃদ্ধি করবে না স্থানীয় ইয়ার্ন প্রস্তুতকারকরা। মঙ্গলবার রাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে পোশাক খাতের তিনটি সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেরিটাওয়েল ও লিনেন প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) বৈঠকে এ ঘোষণা আসে। আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিটিএলএমইএ চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন ও বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন অংশগ্রহণ করেন। সভায় বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বিটিএমএ’র সাবেক সভাপতি তপন চৌধুরী ও এ মতিন চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন পোশাকশিল্পের নেতাদেরকে আশ্বস্ত করে বলেন, বিটিএমইএ’র সদস্যভুক্ত মিলগুলো এলসি ওপেনসহ সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য ন্যূনতম ১৫ দিনের মেয়াদ উল্লেখ করে পি-আই ইস্যু করবে। যা সাম্প্রতিক সময়ে খুব স্বল্প সময়ের মেয়াদ দিয়ে ইস্যু করা হচ্ছিল। পি-আই হচ্ছে জাহাজীকরণের পূর্বে সরবরাহকারী ক্রেতার কাছে পাঠানো আনুমানিক চালানপত্র।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তলবের পাল্টা তলব দিল্লির, উল্টো দুষল ইউনূস সরকারকে

অযৌক্তিকভাবে ইয়ার্নের মূল্য না বাড়ানোর অঙ্গীকার

আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : ইস্যুকৃত সর্বশেষ পি-আইয়ে ইয়ার্নের যে মূল্য উল্লেখ করা হয়েছে তা আর না বাড়ানোর অঙ্গীকার করেছেন খাতসংশ্লিষ্টরা। রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে দেশীয় বাজারে অযৌক্তিক হারে মূল্যবৃদ্ধি করবে না স্থানীয় ইয়ার্ন প্রস্তুতকারকরা। মঙ্গলবার রাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে পোশাক খাতের তিনটি সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেরিটাওয়েল ও লিনেন প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) বৈঠকে এ ঘোষণা আসে। আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিটিএলএমইএ চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন ও বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন অংশগ্রহণ করেন। সভায় বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বিটিএমএ’র সাবেক সভাপতি তপন চৌধুরী ও এ মতিন চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন পোশাকশিল্পের নেতাদেরকে আশ্বস্ত করে বলেন, বিটিএমইএ’র সদস্যভুক্ত মিলগুলো এলসি ওপেনসহ সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য ন্যূনতম ১৫ দিনের মেয়াদ উল্লেখ করে পি-আই ইস্যু করবে। যা সাম্প্রতিক সময়ে খুব স্বল্প সময়ের মেয়াদ দিয়ে ইস্যু করা হচ্ছিল। পি-আই হচ্ছে জাহাজীকরণের পূর্বে সরবরাহকারী ক্রেতার কাছে পাঠানো আনুমানিক চালানপত্র।