ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

অমিতাভ বচ্চন ভোট দেন মুম্বাইয়ে, নাম ঝাঁসীর তালিকায়

  • আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। এই কাজ করতে গিয়ে এক তথ্য সামসে এসেছে। তা হল অমিতাভ বচ্চন নাকি ঝাঁসীর ভোটার! অথচ প্রতিবার মুম্বাইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অভিনেতাকে।

ইন্ডিয়া ডটকম লিখেছে, এসআইআর করতে গিয়ে দেখা গিয়েছে ২০০৩ সাল থেকে ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার তালিকায় রয়েছে অমিতাভের নাম। সেই সঙ্গে তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে তালিকায়। তালিকা অনুযায়ী, তারা ঝাঁসীর ওর্চা গেট সংলগ্ন এলাকার বাসিন্দা। বাড়ির নম্বর ৫৪।

যদিও স্থানীয় বাসিন্দাদা বলছেন, তারা কখনও ওই এলাকায় বিগ বি-কে দেখেননি। অমিতাভকে তারা যতটা দেখেছেন, সবটাই টিভির পর্দায়, নয়তো প্রেক্ষাগৃহে। এখানেই শেষ নয়। ভোটার তালিকায় ওই ৫৪ নম্বর বাড়িতে আরো এক পিতা-পুত্রের নামও রয়েছে। অথচ ওই ঠিকানায় কোনো বাড়ির অস্তিত্ব নেই। বরং সেখানে রয়েছে একটি মন্দির। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানের জেলা প্রশাসনিক ভবন থেকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অমিতাভের কোনো মন্তব্য এখন পর্যন্ত সামনে আসেনি।

সানা/আপ্র/০৬/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভ বচ্চন ভোট দেন মুম্বাইয়ে, নাম ঝাঁসীর তালিকায়

আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। এই কাজ করতে গিয়ে এক তথ্য সামসে এসেছে। তা হল অমিতাভ বচ্চন নাকি ঝাঁসীর ভোটার! অথচ প্রতিবার মুম্বাইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অভিনেতাকে।

ইন্ডিয়া ডটকম লিখেছে, এসআইআর করতে গিয়ে দেখা গিয়েছে ২০০৩ সাল থেকে ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার তালিকায় রয়েছে অমিতাভের নাম। সেই সঙ্গে তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে তালিকায়। তালিকা অনুযায়ী, তারা ঝাঁসীর ওর্চা গেট সংলগ্ন এলাকার বাসিন্দা। বাড়ির নম্বর ৫৪।

যদিও স্থানীয় বাসিন্দাদা বলছেন, তারা কখনও ওই এলাকায় বিগ বি-কে দেখেননি। অমিতাভকে তারা যতটা দেখেছেন, সবটাই টিভির পর্দায়, নয়তো প্রেক্ষাগৃহে। এখানেই শেষ নয়। ভোটার তালিকায় ওই ৫৪ নম্বর বাড়িতে আরো এক পিতা-পুত্রের নামও রয়েছে। অথচ ওই ঠিকানায় কোনো বাড়ির অস্তিত্ব নেই। বরং সেখানে রয়েছে একটি মন্দির। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানের জেলা প্রশাসনিক ভবন থেকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অমিতাভের কোনো মন্তব্য এখন পর্যন্ত সামনে আসেনি।

সানা/আপ্র/০৬/১২/২০২৫