ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

অমিতাভকে কৃতজ্ঞতা জানাল রাজু শ্রীবাস্তবের পরিবার

  • আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের পরিবার বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাজুর মৃত্যুর পর এই প্রথম তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রদান করা হলো। রাজু হাসপাতালে কোমায় থাকাকালীন অমিতাভ বচ্চন একটি বিশেষ ভয়েস নোট পাঠিয়েছিলেন তাঁর জন্য। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তির পর গত সপ্তাহে রাজু শ্রীবাস্তব মারা যান। রাজুর মৃত্যুর পর তাঁর পরিবার অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে একটি পুরনো ছবি শেয়ার করেছে, যেটিতে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।
রাজু শ্রীবাস্তব রাজুর মেয়ে অন্তরা পরিবারের পক্ষ থেকে লিখেছেন, ‘এই কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য উপস্থিত থাকার জন্য শ্রী অমিতাভ বচ্চন চাচার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা। আপনার প্রার্থনা আমাদের প্রচুর শক্তি এবং সমর্থন দিয়েছে, যা আমরা চিরকাল মনে রাখব। আপনি আমার বাবার অনুপ্রেরণা, ভালোবাসা এবং গুরু। ’তিনি আরো লিখেছেন, “বাবা যখন প্রথমবার আপনাকে বড় পর্দায় দেখেছিলেন, তখন থেকে আপনি চিরকাল তাঁর মধ্যেই থেকে গেছেন। তিনি শুধু আপনাকে অনস্ক্রিনেই অনুসরণ করেননি, এর বাইরেও করেছেন। তিনি তাঁর ফোনে আপনার নম্বরটি ‘গুরুজি’ হিসেবে সংরক্ষণ করে রেখেছিলেন। আপনি তাঁর মধ্যেই ছিলেন। ”কোমায় থাকাকালীন প্রয়াত কমেডিয়ান রাজুকে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন বিগ বি। সেটিতে তিনি বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে রাজু। ওঠো রাজু! আমাদের সবাইকে হাসতে শেখাতে থাকো। ’অমিতাভের সেই নোট সম্পর্কে কথা বলতে গিয়ে অন্তরা আরো লিখেছেন, ‘আপনার অডিও ক্লিপ শুনে বাবা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা স্পষ্টভাবে বোঝায় যে আপনি তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার মা শিখা, ভাই আয়ুস্মান, আমার পুরো পরিবার এবং আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বিশ্বব্যাপী যে ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন তা আপনার কারণেই। রাজু শ্রীবাস্তব ২১ সেপ্টেম্বর মারা যান এবং ২২ সেপ্টেম্বর দিল্লিতে তাঁকে দাহ করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভকে কৃতজ্ঞতা জানাল রাজু শ্রীবাস্তবের পরিবার

আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের পরিবার বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাজুর মৃত্যুর পর এই প্রথম তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রদান করা হলো। রাজু হাসপাতালে কোমায় থাকাকালীন অমিতাভ বচ্চন একটি বিশেষ ভয়েস নোট পাঠিয়েছিলেন তাঁর জন্য। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তির পর গত সপ্তাহে রাজু শ্রীবাস্তব মারা যান। রাজুর মৃত্যুর পর তাঁর পরিবার অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে একটি পুরনো ছবি শেয়ার করেছে, যেটিতে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।
রাজু শ্রীবাস্তব রাজুর মেয়ে অন্তরা পরিবারের পক্ষ থেকে লিখেছেন, ‘এই কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য উপস্থিত থাকার জন্য শ্রী অমিতাভ বচ্চন চাচার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা। আপনার প্রার্থনা আমাদের প্রচুর শক্তি এবং সমর্থন দিয়েছে, যা আমরা চিরকাল মনে রাখব। আপনি আমার বাবার অনুপ্রেরণা, ভালোবাসা এবং গুরু। ’তিনি আরো লিখেছেন, “বাবা যখন প্রথমবার আপনাকে বড় পর্দায় দেখেছিলেন, তখন থেকে আপনি চিরকাল তাঁর মধ্যেই থেকে গেছেন। তিনি শুধু আপনাকে অনস্ক্রিনেই অনুসরণ করেননি, এর বাইরেও করেছেন। তিনি তাঁর ফোনে আপনার নম্বরটি ‘গুরুজি’ হিসেবে সংরক্ষণ করে রেখেছিলেন। আপনি তাঁর মধ্যেই ছিলেন। ”কোমায় থাকাকালীন প্রয়াত কমেডিয়ান রাজুকে একটি ভয়েস নোট পাঠিয়েছিলেন বিগ বি। সেটিতে তিনি বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে রাজু। ওঠো রাজু! আমাদের সবাইকে হাসতে শেখাতে থাকো। ’অমিতাভের সেই নোট সম্পর্কে কথা বলতে গিয়ে অন্তরা আরো লিখেছেন, ‘আপনার অডিও ক্লিপ শুনে বাবা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা স্পষ্টভাবে বোঝায় যে আপনি তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার মা শিখা, ভাই আয়ুস্মান, আমার পুরো পরিবার এবং আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বিশ্বব্যাপী যে ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন তা আপনার কারণেই। রাজু শ্রীবাস্তব ২১ সেপ্টেম্বর মারা যান এবং ২২ সেপ্টেম্বর দিল্লিতে তাঁকে দাহ করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস