ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

অমিক্রন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে: ডব্লিউএইচও

  • আপডেট সময় : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার অমিক্রন ধরন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক কারিগরি ব্রিফে এ ঝুঁকির কথা বলেছে।
ইতিমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার অমিক্রন ধরন ছড়িয়েছে বলে জানায় ডব্লিউএইচও। যুক্তরাজ্যে অমিক্রনে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় গত সোমবার এ তথ্য জানান। বিশেষজ্ঞরা বলছেন, অমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
ডব্লিউএইচও বলেছে, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার অমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে অমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল ডেটা এখনো সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, অমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য গত ২৪ নভেম্বর ডব্লিউএইচওকে অবহিত করে দক্ষিণ আফ্রিকা। অমিক্রন ধরনটির অনেক ‘মিউটেশন’ হয়েছে। এ জন্য অমিক্রনকে নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অমিক্রন নিয়ে গত ২৯ নভেম্বর প্রথম পর্যালোচনা করে ডব্লিউএইচও। সেই পর্যালোচনার পুনরাবৃত্তি করে ডব্লিউএইচও বলেছে, করোনার উদ্বেগজনক নতুন ধরন অমিক্রনের সঙ্গে সম্পর্কিত সামগ্রিক ঝুঁকি বেশ কিছু কারণে অনেক বেশি রয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক। ডব্লিউএইচও বলেছে, অমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য–প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অমিক্রন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে: ডব্লিউএইচও

আপডেট সময় : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার অমিক্রন ধরন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক কারিগরি ব্রিফে এ ঝুঁকির কথা বলেছে।
ইতিমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার অমিক্রন ধরন ছড়িয়েছে বলে জানায় ডব্লিউএইচও। যুক্তরাজ্যে অমিক্রনে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় গত সোমবার এ তথ্য জানান। বিশেষজ্ঞরা বলছেন, অমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
ডব্লিউএইচও বলেছে, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার অমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে অমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল ডেটা এখনো সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, অমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য গত ২৪ নভেম্বর ডব্লিউএইচওকে অবহিত করে দক্ষিণ আফ্রিকা। অমিক্রন ধরনটির অনেক ‘মিউটেশন’ হয়েছে। এ জন্য অমিক্রনকে নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অমিক্রন নিয়ে গত ২৯ নভেম্বর প্রথম পর্যালোচনা করে ডব্লিউএইচও। সেই পর্যালোচনার পুনরাবৃত্তি করে ডব্লিউএইচও বলেছে, করোনার উদ্বেগজনক নতুন ধরন অমিক্রনের সঙ্গে সম্পর্কিত সামগ্রিক ঝুঁকি বেশ কিছু কারণে অনেক বেশি রয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক। ডব্লিউএইচও বলেছে, অমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য–প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।