চাঁদ অনির্বাণ
যেও নাকো ওই পথে
যেই পথে আলো নেই।
বলতেই হবে জানি
একদিন ভালো নেই।
যদিও বা জানি আজ
মানবে না তো বারণ।
তর্কই করে যাবে
শুধু শুধু অকারণ।
তবুও তো থাকে কিছু
দায়ভার বিশ্বাসে।
চাইনা তো ব্যথা পাও
আর প্রতি নিঃশ্বাসে।
আজকের প্রত্যাশা/কেএমএএ