সাহিত্য ডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত অমর একুশে সাহিত্য উৎসবে প্রবাসে বাংলা সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য অমর একুশে সাহিত্য সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কবি ডাঃ কাউসারী মালেক রোজী এবং বাংলা ভাষাকে ভারতের ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃতি লাভে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কলকাতার ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের পরিচালক ড. স্বাতী গুহকে সম্মাননা দেওয়া হয়। প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভাষা শহীদদের স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. পবিত্র সরকার তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আজকের প্রত্যাশা/কেএমএএ