ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কড়া জবাব দেবে মিয়ানমার

  • আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন জান্তাপ্রধান মিন অংশ হ্লাইং। পাশাপাশি ইতিবাচকভাবে সহযোগিতা করা অনেক দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়া ভাষণে হ্লাইং বলেছেন, চীন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নেপিডো ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেলজয়ী অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়ার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটি বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখেও পড়েছে।তিনি আরও বলেন, চাপ ও নানা সমালোচনা সত্ত্বেও যেসব দেশ, সংগঠন ও ব্যক্তি আমাদের ইতিবাচকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে তাদের আমি কঠোর সমালোচনা করছি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেয়ার পর সু চি ও অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। জান্তাবিরোধী বিক্ষোভ ও ভিন্নমত কঠোরভাবে দমন শুরু হয়, ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়ণের মুখে মিয়ানমারে এখন দৃশ্যত সরকারবিরোধী বিক্ষোভ দেখা না গেলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে সেখানে অস্ত্র হাতে তুলে নিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। সরকারের বিরুদ্ধে তারা লড়াই করে আসছে।গত বছরের শেষ ভাগে সু চির বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগগুলোর বিচার সম্পন্ন হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া সব অভিযোগে এই নেত্রীকে সর্বমোট ৩৩ বছর কারাদ- দিয়েছে জান্তার আদালত। সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক একাধিক সংস্থাও তার মুক্তি চেয়েছে।তবে সামরিক বাহিনী বলছে, নিয়ম মেনেই সু চির সব মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কড়া জবাব দেবে মিয়ানমার

আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন জান্তাপ্রধান মিন অংশ হ্লাইং। পাশাপাশি ইতিবাচকভাবে সহযোগিতা করা অনেক দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়া ভাষণে হ্লাইং বলেছেন, চীন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নেপিডো ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেলজয়ী অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়ার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটি বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখেও পড়েছে।তিনি আরও বলেন, চাপ ও নানা সমালোচনা সত্ত্বেও যেসব দেশ, সংগঠন ও ব্যক্তি আমাদের ইতিবাচকভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করছে তাদের আমি কঠোর সমালোচনা করছি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেয়ার পর সু চি ও অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। জান্তাবিরোধী বিক্ষোভ ও ভিন্নমত কঠোরভাবে দমন শুরু হয়, ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়ণের মুখে মিয়ানমারে এখন দৃশ্যত সরকারবিরোধী বিক্ষোভ দেখা না গেলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে সেখানে অস্ত্র হাতে তুলে নিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। সরকারের বিরুদ্ধে তারা লড়াই করে আসছে।গত বছরের শেষ ভাগে সু চির বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগগুলোর বিচার সম্পন্ন হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া সব অভিযোগে এই নেত্রীকে সর্বমোট ৩৩ বছর কারাদ- দিয়েছে জান্তার আদালত। সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক একাধিক সংস্থাও তার মুক্তি চেয়েছে।তবে সামরিক বাহিনী বলছে, নিয়ম মেনেই সু চির সব মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।