ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

অভিষেকের পর ৪ মাসেই বর্ষসেরা অ্যাটকিনসন

  • আপডেট সময় : ০৪:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে পথচলা শুরুর পর থেকে অসাধারণ পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেলেন গাস অ্যাটকিনসন। ক্রিকেট রাইটার্স ক্লাবের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বব উইলিস ট্রফি জিতলেন এই ফাস্ট বোলার। বর্ষসেরা তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অফ স্পিনার শোয়েব বাশির। উইমেন’স ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। মঙ্গলবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত জুলাইয়ে লর্ডসে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সাতটিসহ ম্যাচে ১২ উইকেট নিয়ে সেরার স্বীকৃতি পান অ্যাটকিনসন। অভিষেক সিরিজে তিন টেস্টে তিনি উইকেট নেন মোট ২২টি। পরের মাসে লর্ডসে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন আট নম্বরে নেমে। পুরুষ ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে লর্ডসের তিন অনার্স বোর্ডেই (ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি) নাম তোলার কীর্তি গড়েন তিনি। এজন্য দুই ম্যাচে তার লাগে স্রেফ ৪ ইনিংস (ব্যাটিং-বোলিং মিলিয়ে)। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৬ টেস্টে মোট ৩৪ উইকেট নেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অভিষেকের পর ৪ মাসেই বর্ষসেরা অ্যাটকিনসন

আপডেট সময় : ০৪:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে পথচলা শুরুর পর থেকে অসাধারণ পারফরম্যান্সের দারুণ এক স্বীকৃতি পেলেন গাস অ্যাটকিনসন। ক্রিকেট রাইটার্স ক্লাবের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বব উইলিস ট্রফি জিতলেন এই ফাস্ট বোলার। বর্ষসেরা তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অফ স্পিনার শোয়েব বাশির। উইমেন’স ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। মঙ্গলবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত জুলাইয়ে লর্ডসে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সাতটিসহ ম্যাচে ১২ উইকেট নিয়ে সেরার স্বীকৃতি পান অ্যাটকিনসন। অভিষেক সিরিজে তিন টেস্টে তিনি উইকেট নেন মোট ২২টি। পরের মাসে লর্ডসে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন আট নম্বরে নেমে। পুরুষ ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে লর্ডসের তিন অনার্স বোর্ডেই (ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি) নাম তোলার কীর্তি গড়েন তিনি। এজন্য দুই ম্যাচে তার লাগে স্রেফ ৪ ইনিংস (ব্যাটিং-বোলিং মিলিয়ে)। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৬ টেস্টে মোট ৩৪ উইকেট নেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।