ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অভিনয় না শিখেও হলিউড মাতাচ্ছেন যে পাঁচ সুপারস্টার

  • আপডেট সময় : ০১:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : হলিউডে যারা রাজত্ব করছেন তারা কি সকলেই অভিনয় শিখে এসেছেন এই ক্যারিয়ারে? সব চরিত্রের সাথেই মানিয়ে যাওয়া অভিনেতাদের দেখলে এমন প্রশ্ন জাগতেই পারে মনে। টম ক্রুজ কিন্তু অভিনয়ে হাতে কলমে কোনো শিক্ষা নেননি কখনও। একই পথের পথিক জনি ডেপও। এই তালিকায় আছে আরও অনেক অভিনেতার নাম, যারা অভিনয় না শিখেই হলিউডে রাজত্ব করছেন। জেনে নিন তেমনই পাঁচ অভিনেতা সম্পর্কে :
টম ক্রুজ : মাত্র ১৮ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন টম ক্রুজ। কোনো ট্রেনিং ছাড়াই তিনি অভিনয় করেছেন টপ গান, মিশন ইম্পসিবল, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস এর মতো দুর্দান্ত সব ছবিতে। হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি।
জনি ডেপ : মিউজিশিয়ান হিসেবে ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন জনি ডেপ। এক বন্ধুর মাধ্যমে হলিউডের ‘অ্যা নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাস্টিক বিস্টস এর মতো অসাধারণ সব ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার।
জোয়াকিন ফোনিক্স : একটা সময়ে পরিবারের খরচ যোগাতে ভাইয়ের সঙ্গে রাস্তায় গান গেয়ে বেড়াতে হতো ‘জোকার’ খ্যাত জোয়াকিনকে। আইরিশ বুর্টন নামের একটি এজেন্সির নজরে আসেন। এরপর সুযোগ পেয়ে যান টিভি বিজ্ঞাপন ও শোতে। অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও জোয়াকিনের অভিনয় দর্শককে হাসায়-কাঁদায়। তিনি হলিউডের সেরা অভিনেতাদের একজন। জয় করে নিয়েছেন অস্কারও।
হিথ লেজার : রুপালি পর্দায় ‘জোকার’ চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন হিথ লেজার। অভিনয় জগতে আসার আগে কোনো ট্রেনিং নেননি তিনি। ১৭ বছর বয়সে স্কুল পালিয়ে এক বন্ধুর সাথে সিডনিতে আসেন তিনি। এরপর টিভি সিরিজের ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু করেন। তারপর হলিউডে সুযোগ পেয়ে যান। দ্য ডার্ক নাইট, দ্য প্যাট্রিয়ট, অ্যা নাইটস তেল, মনস্টার্স বল, ক্যান্ডি সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।
ক্রিশ্চিয়ান বেল : ব্যাটম্যান তারকা ক্রিশ্চিয়ান বেলেরও কিন্তু অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। এরপর হলিউডে সুযোগ পেয়ে নিজের মেধা ও দক্ষতায় পাকাপোক্ত যায়গা করে নেন। -কইমই

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভিনয় না শিখেও হলিউড মাতাচ্ছেন যে পাঁচ সুপারস্টার

আপডেট সময় : ০১:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

বিনোদন ডেস্ক : হলিউডে যারা রাজত্ব করছেন তারা কি সকলেই অভিনয় শিখে এসেছেন এই ক্যারিয়ারে? সব চরিত্রের সাথেই মানিয়ে যাওয়া অভিনেতাদের দেখলে এমন প্রশ্ন জাগতেই পারে মনে। টম ক্রুজ কিন্তু অভিনয়ে হাতে কলমে কোনো শিক্ষা নেননি কখনও। একই পথের পথিক জনি ডেপও। এই তালিকায় আছে আরও অনেক অভিনেতার নাম, যারা অভিনয় না শিখেই হলিউডে রাজত্ব করছেন। জেনে নিন তেমনই পাঁচ অভিনেতা সম্পর্কে :
টম ক্রুজ : মাত্র ১৮ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন টম ক্রুজ। কোনো ট্রেনিং ছাড়াই তিনি অভিনয় করেছেন টপ গান, মিশন ইম্পসিবল, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস এর মতো দুর্দান্ত সব ছবিতে। হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি।
জনি ডেপ : মিউজিশিয়ান হিসেবে ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন জনি ডেপ। এক বন্ধুর মাধ্যমে হলিউডের ‘অ্যা নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাস্টিক বিস্টস এর মতো অসাধারণ সব ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার।
জোয়াকিন ফোনিক্স : একটা সময়ে পরিবারের খরচ যোগাতে ভাইয়ের সঙ্গে রাস্তায় গান গেয়ে বেড়াতে হতো ‘জোকার’ খ্যাত জোয়াকিনকে। আইরিশ বুর্টন নামের একটি এজেন্সির নজরে আসেন। এরপর সুযোগ পেয়ে যান টিভি বিজ্ঞাপন ও শোতে। অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও জোয়াকিনের অভিনয় দর্শককে হাসায়-কাঁদায়। তিনি হলিউডের সেরা অভিনেতাদের একজন। জয় করে নিয়েছেন অস্কারও।
হিথ লেজার : রুপালি পর্দায় ‘জোকার’ চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন হিথ লেজার। অভিনয় জগতে আসার আগে কোনো ট্রেনিং নেননি তিনি। ১৭ বছর বয়সে স্কুল পালিয়ে এক বন্ধুর সাথে সিডনিতে আসেন তিনি। এরপর টিভি সিরিজের ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু করেন। তারপর হলিউডে সুযোগ পেয়ে যান। দ্য ডার্ক নাইট, দ্য প্যাট্রিয়ট, অ্যা নাইটস তেল, মনস্টার্স বল, ক্যান্ডি সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।
ক্রিশ্চিয়ান বেল : ব্যাটম্যান তারকা ক্রিশ্চিয়ান বেলেরও কিন্তু অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। এরপর হলিউডে সুযোগ পেয়ে নিজের মেধা ও দক্ষতায় পাকাপোক্ত যায়গা করে নেন। -কইমই