ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

  • আপডেট সময় : ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা। পরবর্তীতে যিনি ভাবী এবং মায়ের চরিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন। কিন্তু বহুদিন পর্দায় দেখা নেই এই গুণী অভিনেত্রীর। সোমবার ঢাকাটাইমস-এর সঙ্গে আলাপকালে ববিতা জানালেন, ভালো গল্প আর চরিত্রের অভাবেই তিনি বহুদিন ধরে অভিনয় থেকে দূরে। সেইসঙ্গে ফেরার ইঙ্গিতও দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ববিতা। বলেন, ‘ভালো গল্প ও মনের মতো চরিত্রের অপেক্ষায় আছি। পেলেই অভিনয়ে ফিরব। কয়েকজন নির্মাতার পাঠানো চিত্রনাট্য পড়েছি। কয়েকটি গল্প পছন্দও হয়েছে। সেগুলো বিবেচনায় রেখেছি। সবকিছু মনের মতো হলে যে কোনো সময় অভিনয়ে ফিরতে পারি।’
এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘গলুই’ ও সিয়াম আহমেদের ‘শান’ ছবি দুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই প্রসঙ্গ টেনে ববিতা বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ভালো সাড়া পেয়েছে জেনে ভালো লেগেছে। আসলে ভালো গল্পের ছবি পেলে দর্শক যে প্রেক্ষাগৃহে আসে, এটি তারই প্রমাণ। চলচ্চিত্রের সুদিন ফেরাতে মানসম্মত ছবির বিকল্প নেই।’ তাই বর্তমান নির্মাতাদের প্রতি অনুরোধ রেখে ববিতা বলেন, ‘ছবির মান ভালো হলে শুধু আমি নই, অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীই অভিনয়ে ফিরবেন। কাজেই নির্মাতাদের প্রতি অনুরোধ, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো গল্পের ছবি নির্মাণ করুন। তবেই দেশীয় চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে।’ সত্তরের দশকে অভিনয়ে আসেন ববিতা। উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় ছবি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ছয়টি বাচসাস পুরস্কারসহ ববিতার ঝুলিতে আছে ছোট-বড় দুই ডজনের বেশি সম্মাননা। কিংবদন্তি এই অভিনেত্রী কবে পর্দায় ফেরেন, এখন সেই অপেক্ষায় সবাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

আপডেট সময় : ১২:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিনোদন প্রতিবেদক : একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা। পরবর্তীতে যিনি ভাবী এবং মায়ের চরিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন। কিন্তু বহুদিন পর্দায় দেখা নেই এই গুণী অভিনেত্রীর। সোমবার ঢাকাটাইমস-এর সঙ্গে আলাপকালে ববিতা জানালেন, ভালো গল্প আর চরিত্রের অভাবেই তিনি বহুদিন ধরে অভিনয় থেকে দূরে। সেইসঙ্গে ফেরার ইঙ্গিতও দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ববিতা। বলেন, ‘ভালো গল্প ও মনের মতো চরিত্রের অপেক্ষায় আছি। পেলেই অভিনয়ে ফিরব। কয়েকজন নির্মাতার পাঠানো চিত্রনাট্য পড়েছি। কয়েকটি গল্প পছন্দও হয়েছে। সেগুলো বিবেচনায় রেখেছি। সবকিছু মনের মতো হলে যে কোনো সময় অভিনয়ে ফিরতে পারি।’
এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘গলুই’ ও সিয়াম আহমেদের ‘শান’ ছবি দুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই প্রসঙ্গ টেনে ববিতা বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ভালো সাড়া পেয়েছে জেনে ভালো লেগেছে। আসলে ভালো গল্পের ছবি পেলে দর্শক যে প্রেক্ষাগৃহে আসে, এটি তারই প্রমাণ। চলচ্চিত্রের সুদিন ফেরাতে মানসম্মত ছবির বিকল্প নেই।’ তাই বর্তমান নির্মাতাদের প্রতি অনুরোধ রেখে ববিতা বলেন, ‘ছবির মান ভালো হলে শুধু আমি নই, অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীই অভিনয়ে ফিরবেন। কাজেই নির্মাতাদের প্রতি অনুরোধ, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো গল্পের ছবি নির্মাণ করুন। তবেই দেশীয় চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাবে।’ সত্তরের দশকে অভিনয়ে আসেন ববিতা। উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় ছবি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ছয়টি বাচসাস পুরস্কারসহ ববিতার ঝুলিতে আছে ছোট-বড় দুই ডজনের বেশি সম্মাননা। কিংবদন্তি এই অভিনেত্রী কবে পর্দায় ফেরেন, এখন সেই অপেক্ষায় সবাই।