বিনোদন ডেস্ক: “সুন্দর লাগছে, অনেক স্মার্ট লাগছে, কিউট লাগছে”- এসব কমপ্লিমেন্টের চেয়ে সাধারণ মানুষ আমার অভিনয়ের প্রশংসা করলে সেটা শুনতে বেশি ভালো লাগে।- কথাগুলো বলছিলেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। অভিনেত্রী এ বিষয়ে আরো বলেন,“মানুষের এসব কমপ্লিমেন্টকে আমি অবশ্যই মন থেকে সম্মান জানাই। কিন্তু যেহেতু অভিনয়টাই আমার পেশা, তাই অভিনয়ের ভালো-মন্দ দিকগুলো যদি আলোচনা হয় সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।” অভিনয়ে একনিষ্ঠ ছোটপর্দার প্রথমসারীর অভিনেত্রীদের একজন তানজিন তিশা। প্রতিনিয়ত নিজেকে ভেঙে নানামাত্রিক চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন এই লাস্যময়ী। গ্ল্যামারের খোলস পাল্টে সর্বোচ্চ চেষ্টা করেছেন ‘পারফেক্ট অ্যাক্টর’ হওয়ার। দর্শকরা বলছেন, সেই চেষ্টায় নাচ এবং মডেলিং থেকে উঠে এসে তানজিন তিশা দিনে দিনে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন।
গেল কয়েক বছরে পুতুলের সংসার, রিক্সা গার্ল, নরসুন্দরীর মতো নারীপ্রধান গল্পে তিশা দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন। গ্ল্যামার ভেঙে এসব চরিত্রের ভার বইতে তাকে চ্যালেঞ্জও নিতে হয়েছে। তবে অভিনয়ের বাইরে তিশার সৌন্দর্যে অনেকে মুগ্ধতা প্রকাশ করতে ভোলেন না। অনেকে তিশার ফ্যাশন সেন্সেও আটকে যান।
এর কোনো রহস্য আছে? উত্তরে তিশা যেমনটা বললেন, “অভিনয় করতে গিয়ে বিভিন্ন চরিত্র মেলে ধরতে হয়। সেই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে হয়। তাই বিউটি নিজে খুব বেশি মেইনটেইন করতে পারিনা। কারণ প্রতিদিন শুটিংয়ে সান বার্নসহ বিভিন্ন সমস্যা ফেইস করতে হয়। যতটুকু আমি আলহামদুলিল্লাহ্ আল্লাহ প্রদত্ত। হয়তো এগুলো আমার বাবা-মায়ের জন্য পেয়েছি।” “তবে আমার ফ্যাশন সেন্স হয়তো ভালো। ফ্যাশন নিয়ে আমি একটু আধটু ভাবি। কোথাও যাওয়ার আগে ড্রেস বা আরও যেসব আনুষঙ্গ থাকে হয়তো ম্যাচ করতে পারি। আর এই বিষয়টা সচেতনভাবে মেইনটেন করতে আমারও বেশ ভালো লাগে। এজন্য মানুষ হয়তো পছন্দ করেন।” বলছিলেন তিশা।
সম্প্রতি রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার ক্যাকটাস’ নাটকের শুটিংয়ে কথা হয় তানজিন তিশার সঙ্গে। এতে তার সহশিল্পী খায়রুল বাসার। চ্যানেল আই অনলাইনকে এসব নিয়ে আলাপের পাশাপাশি তিশা বলছিলেন, ভ্যাকেশন কাটিয়ে দেশে ফিরে একটানা শুটিং করছেন।
তানজিন তিশার কথা, ভ্যালেন্টাইনের জন্য অনেক বেশি কাজ করতে পারিনি। কারণ, সহশিল্পীরা ডেট মেলাতে পারেনি। তবে আমার কিছু জেনুইন দর্শক রয়েছে। যারা ভালোবাসা দিবসে আমার নাটকের অপেক্ষায় রয়েছে। তাদের জন্য কয়েকটি নাটক করেছি। আমার মনে হয়, কম কাজ হলেও এগুলো দর্শকদের কাছে ভালো লাগবে। এর পাশাপাশি ভালোবাসা দিবসের জন্য একটি ওয়েব কনটেন্টে কাজ করেছেন তিশা। যেটি ‘ঘুমপরী’ নামে চরকিতে মুক্তি পাবে। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে তিশার সহশিল্পী প্রীতম হাসান।
তিশা বলেন, নাটকের পাশাপাশি ভ্যালেন্টাইনে দর্শকরা এই ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাবেন। তিশা বলেন,“আমি অভিনেত্রী। স্টেপ বাই স্টেপ কষ্ট করে অভিনয় শিখেছি। আমার কাছে মাধ্যমের চেয়েও গল্প গুরুত্বপূর্ণ। হোক সেটা ওটিটি, নাটক, শর্টফিল্ম বা সিনেমা। যেখানে ভালো গল্প ও চরিত্র পাবো আমি সেটা করতে প্রস্তুত। অনেকে বলেছে, আমাকে রেগুলার কেন ওয়েবে দেখা যায় না! আসলে আমি এমন গল্প পাইনি যেখানে নিজেকে প্রমাণ করবো। ‘ঘুমপরী’-তে মনে হয়েছে আমি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।”