নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তাঁর বন্ধু ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আগামী ২৩ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের আসামিরা নিজেদের নিরপরাধ বলে দাবি করেন।
১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়। পরে রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকা থেকে তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও ফরহাদকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে হুন্দাইয়ের ছাই রঙের একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়। খন্দকার শাখাওয়াত আলীমের বাড়ি ফরিদপুরের কমলপুর গ্রামে। এ মামলায় গত ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পুলিশের দেওয়া তথ্যমতে, খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও রাইমা ইসলাম দম্পতির ১৫ বছরের এক মেয়ে এবং ৭ বছরের এক ছেলে রয়েছে। ২০ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শাখাওয়াত আলীম নোবেল ও তাঁর বন্ধু ফরহাদ। পরদিন ঢাকা জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, পারিবারিক কলহের জেরে সেদিন রাইমা ইসলামকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী শাখাওয়াত। হত্যা করার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। আবার হত্যাকা- ও লাশ গুমের কাজে নানাভাবে সহযোগিতা করেন শাখাওয়াতের বন্ধু ফরহাদ।
অভিনেত্রী শিমু হত্যায় তাঁর স্বামীর বিচার শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ