ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

অভিনেতা মাসুম আজিজ ‘লাইফ সাপোর্টে’

  • আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদক পাওয়া অভিনয় শিল্পী মাসুম আজিজকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সপ্তাহখানেক ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ। বৃহস্পতিবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। “সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। ভাবীর (মাসুম আজিজের স্ত্রী) সাথেও কথা বলে এসেছি। স্কয়ার হাসপাতালে চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা যায় কিনা। স্কয়ারে চিকিৎসা চালাতে গেলে এত টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।”
বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন মাসুম আজিজ। চলতি বছরের শুরুর দিকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে বাসা এবং হাসপাতালেই কাটছে এই অভিনেতার দিনগুলো। মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেক নির্মাতার নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে সক্রিয় হন মাসুম আজিজ। ১৯৮৫ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। মঞ্চে মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় সবশেষে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। ঢাকা পদাতিক এই নাটকটি নিয়মিত মঞ্চায়ন করছে। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনেতা মাসুম আজিজ ‘লাইফ সাপোর্টে’

আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদক পাওয়া অভিনয় শিল্পী মাসুম আজিজকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সপ্তাহখানেক ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ। বৃহস্পতিবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। “সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। ভাবীর (মাসুম আজিজের স্ত্রী) সাথেও কথা বলে এসেছি। স্কয়ার হাসপাতালে চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা যায় কিনা। স্কয়ারে চিকিৎসা চালাতে গেলে এত টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।”
বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন মাসুম আজিজ। চলতি বছরের শুরুর দিকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে বাসা এবং হাসপাতালেই কাটছে এই অভিনেতার দিনগুলো। মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেক নির্মাতার নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে সক্রিয় হন মাসুম আজিজ। ১৯৮৫ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। মঞ্চে মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় সবশেষে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। ঢাকা পদাতিক এই নাটকটি নিয়মিত মঞ্চায়ন করছে। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।