ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অভিনেতা পঙ্কজ মারা গেছেন

  • আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

টেলিভিশনে ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল। ভারতের অভিনয় শিল্পীদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে শোক জানিয়েছে। বুধবার বিকেলে মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পঙ্কজ ধীর ছোটপর্দার পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করছিলেন।

ওআ/আপ্র/১৫/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অভিনেতা পঙ্কজ মারা গেছেন

আপডেট সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

টেলিভিশনে ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল। ভারতের অভিনয় শিল্পীদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে শোক জানিয়েছে। বুধবার বিকেলে মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পঙ্কজ ধীর ছোটপর্দার পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করছিলেন।

ওআ/আপ্র/১৫/১০/২০২৫