ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

অভিনেতা না হলে রাঁধুনি হতেন ধানুশ

  • আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা ধানুশ। ব্যতিক্রম সব চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। নায়কসুলভ চেহারা নয়, বরং অভিনয়ের গুণেই সবার মন জয় করেছেন তিনি। ভারতের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিত ধানুশ। সম্প্রতি তার হলিউডেও অভিষেক হয়েছে। তুমুল জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে ধানুশ সম্পর্কে একটি মজার তথ্য জেনে নেওয়া যাক। একদা ধানুশ জানিয়েছিলেন, অভিনেতা না হলে তিনি নিশ্চিতভাবে রাঁধুনি হতেন। কারণ রান্না করতে ভীষণ পছন্দ করেন তিনি। বলিউডে ‘শামিতাভ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন ধানুশ। ওই সিনেমার প্রচারে এসেই নিজের গোপন প্রতিভার কথা জানান।
ধানুশকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনেতা না হলে কী হতেন? জবাবে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবে শেফ। আমি রান্না করতে ভালোবাসি এবং আমি ছোটবেলায় রান্না নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমি সবসময় আমার বাবার জন্য কিছু রান্না করার পরিকল্পনা করতাম। অমলেট, ফ্রাইড রাইস এবং স্যান্ডউইচের মতো সাধারণ জিনিস শিখেছি; প্রায়শই আমি সেগুলো তৈরি করে বাবাকে অফার করতাম এবং তার অনুমোদনের জন্য অপেক্ষা করতাম। তিনি যখন আমার রান্নার প্রশংসা করতেন, আমি আনন্দিত হতাম।’ ধানুশ জানান, তিনি তার মায়ের কাছ থেকে রান্না শিখেছেন। যদিও কাজের ব্যস্ততায় এখন রান্না ঘরে প্রবেশের সময় পান না। তবে সিনেমার পর্দায় রাঁধুনির ভূমিকায় অভিনয় করতে আগ্রহী। উল্লেখ্য, ধানুশ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘রানঝানা’, ‘মারি’, ‘ভেদা চেন্নাই’, ‘থাঙ্গা মাগাম’, ‘শামিতাভ’, ‘আসুরান’ ইত্যাদি। গায়ক-গীতিকার হিসেবেও প্রচুর কাজ করেছেন তিনি। সাফল্যময় ক্যারিয়ারে ধানুশ চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার অর্জন করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভিনেতা না হলে রাঁধুনি হতেন ধানুশ

আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা ধানুশ। ব্যতিক্রম সব চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। নায়কসুলভ চেহারা নয়, বরং অভিনয়ের গুণেই সবার মন জয় করেছেন তিনি। ভারতের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিত ধানুশ। সম্প্রতি তার হলিউডেও অভিষেক হয়েছে। তুমুল জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে ধানুশ সম্পর্কে একটি মজার তথ্য জেনে নেওয়া যাক। একদা ধানুশ জানিয়েছিলেন, অভিনেতা না হলে তিনি নিশ্চিতভাবে রাঁধুনি হতেন। কারণ রান্না করতে ভীষণ পছন্দ করেন তিনি। বলিউডে ‘শামিতাভ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন ধানুশ। ওই সিনেমার প্রচারে এসেই নিজের গোপন প্রতিভার কথা জানান।
ধানুশকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনেতা না হলে কী হতেন? জবাবে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবে শেফ। আমি রান্না করতে ভালোবাসি এবং আমি ছোটবেলায় রান্না নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমি সবসময় আমার বাবার জন্য কিছু রান্না করার পরিকল্পনা করতাম। অমলেট, ফ্রাইড রাইস এবং স্যান্ডউইচের মতো সাধারণ জিনিস শিখেছি; প্রায়শই আমি সেগুলো তৈরি করে বাবাকে অফার করতাম এবং তার অনুমোদনের জন্য অপেক্ষা করতাম। তিনি যখন আমার রান্নার প্রশংসা করতেন, আমি আনন্দিত হতাম।’ ধানুশ জানান, তিনি তার মায়ের কাছ থেকে রান্না শিখেছেন। যদিও কাজের ব্যস্ততায় এখন রান্না ঘরে প্রবেশের সময় পান না। তবে সিনেমার পর্দায় রাঁধুনির ভূমিকায় অভিনয় করতে আগ্রহী। উল্লেখ্য, ধানুশ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘রানঝানা’, ‘মারি’, ‘ভেদা চেন্নাই’, ‘থাঙ্গা মাগাম’, ‘শামিতাভ’, ‘আসুরান’ ইত্যাদি। গায়ক-গীতিকার হিসেবেও প্রচুর কাজ করেছেন তিনি। সাফল্যময় ক্যারিয়ারে ধানুশ চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার অর্জন করেছেন।