ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

অভিজ্ঞদের দলে ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

  • আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পিঠের ইনজুরি থেকে সেরে উঠে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত অলরাউন্ডার শন উইলিয়ামস। ব্যক্তিগত কারণে ছুটি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভাইনও। বাংলাদেশের সফরের দুই টেস্টের জন্য অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। উইলিয়ামস, আরভাইন ছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। গত ফেব্রুয়ারিতে সন্তান জন্মের উপলক্ষ রাঙাতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগমুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন আরভাইন।

ছুটি কাটিয়ে দলকে নেতৃত্ব দিতে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান। পিঠের চোটে ওই ম্যাচটি খেলতে পারেননি উইলিয়ামস। সব মিলিয়ে আইরিশদের বিপক্ষে ওই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান টাফাডজোয়া সিগা। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জয়লর্ড গুম্বি। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গা নিয়েছেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। এছাড়া টপ-অর্ডার ব্যাটসম্যান টাকুডজোয়ানাশে কাইটানোও বাদ পড়েছেন দল থেকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আরভাইনের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া ওয়েসলি মাধভেরে টিকে গেছেন দলে।
সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইতিহাসগড়া ব্লেসিং মুজারাবানিই থাকবেন পেস আক্রমণের নেতৃত্বে। তার সঙ্গে আছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। স্কোয়াডে একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। প্রায় পাঁচ বছর পরের সফরে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৮ তারিখ থেকে হবে দ্বিতীয় ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভিজ্ঞদের দলে ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

আপডেট সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: পিঠের ইনজুরি থেকে সেরে উঠে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত অলরাউন্ডার শন উইলিয়ামস। ব্যক্তিগত কারণে ছুটি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভাইনও। বাংলাদেশের সফরের দুই টেস্টের জন্য অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। উইলিয়ামস, আরভাইন ছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। গত ফেব্রুয়ারিতে সন্তান জন্মের উপলক্ষ রাঙাতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগমুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন আরভাইন।

ছুটি কাটিয়ে দলকে নেতৃত্ব দিতে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান। পিঠের চোটে ওই ম্যাচটি খেলতে পারেননি উইলিয়ামস। সব মিলিয়ে আইরিশদের বিপক্ষে ওই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান টাফাডজোয়া সিগা। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জয়লর্ড গুম্বি। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গা নিয়েছেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। এছাড়া টপ-অর্ডার ব্যাটসম্যান টাকুডজোয়ানাশে কাইটানোও বাদ পড়েছেন দল থেকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আরভাইনের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া ওয়েসলি মাধভেরে টিকে গেছেন দলে।
সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইতিহাসগড়া ব্লেসিং মুজারাবানিই থাকবেন পেস আক্রমণের নেতৃত্বে। তার সঙ্গে আছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। স্কোয়াডে একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। প্রায় পাঁচ বছর পরের সফরে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৮ তারিখ থেকে হবে দ্বিতীয় ম্যাচ।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।