ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

অব্যবহৃত ডাবের খোসা ও টায়ার দিলেই পুরস্কার

  • আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এনে জমা দিলেই তার জন্য পুরস্কার হিসেবে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল শনিবার (৭ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি ‘১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ কাজে নগরবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কারের কোনও লজ্জা নেই। আমাদের পানি জমতে দেওয়া যাবে না। এটা কিন্তু একটা ম্যাসেজ। আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’
মেয়র বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো।’ তিনি বলেন, ‘আমরা যখন ডাব খাবো তখন ডাব বিক্রেতারা যদি একটি ডাবের খোসাকে ৬ টুকরো করে দেন সেখানে আর পানি জমবে না।’ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’ এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অব্যবহৃত ডাবের খোসা ও টায়ার দিলেই পুরস্কার

আপডেট সময় : ০২:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এনে জমা দিলেই তার জন্য পুরস্কার হিসেবে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল শনিবার (৭ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি ‘১০ মিনিট নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ কাজে নগরবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কারের কোনও লজ্জা নেই। আমাদের পানি জমতে দেওয়া যাবে না। এটা কিন্তু একটা ম্যাসেজ। আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’
মেয়র বলেন, ‘আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো।’ তিনি বলেন, ‘আমরা যখন ডাব খাবো তখন ডাব বিক্রেতারা যদি একটি ডাবের খোসাকে ৬ টুকরো করে দেন সেখানে আর পানি জমবে না।’ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’ এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।