ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাসের বিশেষ টিম গত দুই দিন জয়দেবপুর, গাজীপুর, আশুলিয়া, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা। সেইসঙ্গে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সেবা নিশ্চিত করা। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন। প্রসঙ্গত, তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে বুধবার এজ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ এবং তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই অবৈধ গ্যাস লাইন ও সংযোগ রাখা যাবে না। সে যেই হোক উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। বকেয়া বিল আদায়ে আরো কার্যকর ভূমিকা পালন করতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

অর্থনৈতিক ডেস্ক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাসের বিশেষ টিম গত দুই দিন জয়দেবপুর, গাজীপুর, আশুলিয়া, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোঠায় নামিয়ে আনা। সেইসঙ্গে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সেবা নিশ্চিত করা। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন। প্রসঙ্গত, তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে বুধবার এজ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ এবং তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই অবৈধ গ্যাস লাইন ও সংযোগ রাখা যাবে না। সে যেই হোক উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। বকেয়া বিল আদায়ে আরো কার্যকর ভূমিকা পালন করতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।