নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের যে সময় দেওয়া হয়েছিল, তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেক দফা সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, যারা ৩১ জানুয়ারি মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ‘দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন।
আগে জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী এসব নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয় বলেও এতে জানানো হয়।
এর আগে গত ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধরণের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে।
অবৈধ বিদেশিদের ব্যাপারে গত ৮ ডিসেম্বরও একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে বৈধতা অর্জনের কোনো সময়সীমা উল্লেখ ছিল না।
একই দিন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “অবৈধভাবে কোনো বিদেশি নাগরিকদের সরকার বাংলাদেশে থাকতে দেবে না।”
কোন দেশের কত নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, এমন প্রশ্নের উত্তরে সেদিন তিনি বলেছিলেন, এমন পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে নেই।
কোন দেশের কতজন রয়েছেন সেটিও তিনি বলেননি। তবে নির্দিষ্ট সময়ের পর আর কাউকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জোর দিয়ে বলেছিলেন। এজন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথাও তুলে ধরেছিলেন তিনি।