ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

অবৈধ বাংলাদেশি শনাক্ত করতে দিল্লির স্কুলকে নির্দেশ

  • আপডেট সময় : ০৭:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের’ শনাক্ত করতে এবং তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ জারি নিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েট আদেশ দেওয়ার কয়েকদিন পরই এই নির্দেশনা এলো। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্তকরণের পাশাপাশি দিল্লির কোনায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশও দিয়েছে এমসিডি।

এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার। আদেশে বলা হয়েছে, পৌর স্কুলে ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা বিভাগ। এ ছাড়া অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে সঠিক পরিচয় ও যাচাই অভিযান চালানোর অনুরোধও করা হয়েছে। এই নির্দেশনার প্রতিক্রিয়ায় দেশটির আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেছেন, এমসিডির এই আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নামে পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমান ও অসম্মান করার চেষ্টা করছে। পুর্বাঞ্চলীয়দের রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও বাংলাদেশি বলে অভিহিত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, উত্তরপ্রদেশ ও বিহারের দরিদ্র মানুষদের অপমান করতে চায় তারা।

এই আদেশের মাধ্যমে পূর্বাঞ্চলীয়দের, তাদের সন্তানদের এবং দোকান ও বাড়ি ভেঙে ফেলার অপচেষ্টা করছে। দিল্লির মোট ভোটারদের প্রায় ৪২ শতাংশই পূর্ব উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা পুর্বাঞ্চলীয়রা। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে প্রায় অর্ধেক এলাকায় এই সম্প্রদায়ের প্রভাব রয়েছে। এর মধ্যে বুরারী, লক্ষ্মী নগর ও দ্বারকা গুরুত্বপূর্ণ অঞ্চল। ২০২২ সালে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টের বরাত দিয়ে সঞ্জয় সিং অভিযোগ করেন, বিজেপি দিল্লির বাকরওয়ালায় ইডব্লিউএস ফ্ল্যাটে রোহিঙ্গাদের আবাসন দিয়েছে। সঞ্জয় সিং বলেন, ‘বিজেপি, হরদীপ সিং পুরি এবং অমিত শাহ ভালো করেই জানেন বাংলাদেশি ও রোহিঙ্গারা কোথায় থাকেন। তারা বাকরওয়ালায় থাকে। আপনি যদি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কাজ করতেই চান, তাহলে সেখানে যান।’ এর আগে হরদীপ সিং এটি স্পষ্ট করে বলেছিলেন, অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের ফ্ল্যাট দেওয়ার জন্য কেন্দ্র কোনও নির্দেশ জারি করেনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবৈধ বাংলাদেশি শনাক্ত করতে দিল্লির স্কুলকে নির্দেশ

আপডেট সময় : ০৭:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের’ শনাক্ত করতে এবং তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ জারি নিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েট আদেশ দেওয়ার কয়েকদিন পরই এই নির্দেশনা এলো। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্তকরণের পাশাপাশি দিল্লির কোনায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশও দিয়েছে এমসিডি।

এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার। আদেশে বলা হয়েছে, পৌর স্কুলে ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা বিভাগ। এ ছাড়া অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে সঠিক পরিচয় ও যাচাই অভিযান চালানোর অনুরোধও করা হয়েছে। এই নির্দেশনার প্রতিক্রিয়ায় দেশটির আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেছেন, এমসিডির এই আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নামে পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমান ও অসম্মান করার চেষ্টা করছে। পুর্বাঞ্চলীয়দের রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও বাংলাদেশি বলে অভিহিত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, উত্তরপ্রদেশ ও বিহারের দরিদ্র মানুষদের অপমান করতে চায় তারা।

এই আদেশের মাধ্যমে পূর্বাঞ্চলীয়দের, তাদের সন্তানদের এবং দোকান ও বাড়ি ভেঙে ফেলার অপচেষ্টা করছে। দিল্লির মোট ভোটারদের প্রায় ৪২ শতাংশই পূর্ব উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা পুর্বাঞ্চলীয়রা। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে প্রায় অর্ধেক এলাকায় এই সম্প্রদায়ের প্রভাব রয়েছে। এর মধ্যে বুরারী, লক্ষ্মী নগর ও দ্বারকা গুরুত্বপূর্ণ অঞ্চল। ২০২২ সালে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টের বরাত দিয়ে সঞ্জয় সিং অভিযোগ করেন, বিজেপি দিল্লির বাকরওয়ালায় ইডব্লিউএস ফ্ল্যাটে রোহিঙ্গাদের আবাসন দিয়েছে। সঞ্জয় সিং বলেন, ‘বিজেপি, হরদীপ সিং পুরি এবং অমিত শাহ ভালো করেই জানেন বাংলাদেশি ও রোহিঙ্গারা কোথায় থাকেন। তারা বাকরওয়ালায় থাকে। আপনি যদি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কাজ করতেই চান, তাহলে সেখানে যান।’ এর আগে হরদীপ সিং এটি স্পষ্ট করে বলেছিলেন, অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের ফ্ল্যাট দেওয়ার জন্য কেন্দ্র কোনও নির্দেশ জারি করেনি।