ক্রীড়া ডেস্ক : অবসরের সময় প্রচ- মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরি পরিবেশের সঙ্গে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মোহাম্মদ আমির। যা নিয়ে অবসর পরবর্তী সময়ে সমালোচনা শুনতে হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও আমিরকে ছেড়ে কথা বলেননি। যদিও নিজের সেই ভাবনা থেকে সরে এসেছেন এই পাকিস্তানি পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ‘পিএসএল ছয়ের দ্বিতীয় লেগের আগে ওয়াসিম খান আমার বাড়িতে এসেছিলেন এবং একসঙ্গে আমরা অবসর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আমার চিন্তাভাবনাগুলো তাঁর কাছে বলেছি এবং তিনি সেটা সত্যিই গুরুত্বসহকারে শুনেছেন।
বর্তমান ম্যানেজমেন্ট আমার ব্যাপারগুলো ভিন্নভাবে নিয়েছে। তিনি আমার কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি জাতীয় দলের নির্বাচনের জন্য তৈরি।’ কদিন আগেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন আমিরকে ফেরাতে সব ধরনের চেষ্টা করবেন তিনি। এ নিয়ে এই পেসারের সঙ্গে কথাও বলতে চান। সব ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশবকাপেই আবার পাকিস্তানের জার্সি গায়ে দেখা যেতে পারে আমিরকে। বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুর দিকে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। তবে চলতি মাসে আবারও মাঠে গড়িয়েছে পিএসএলের বাকি অংশ। যেখানে করাচি কিংসের হয়ে খেলছেন আমির। আর সেই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন বাবর।
অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে তৈরি আমির
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ