ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

অবসর নয়, ২০২৪ বিশ্বকাপেও খেলবেন রোহিত

  • আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ভারতের হয়ে সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন রোহিত শর্মা। অনেকে তার এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তারা দুজন নিয়মিত খেলছেন ওয়ানডে এবং টেস্ট। অনেকে ধরে নিয়েছেন শিগগিরই হয়তো রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু না, রোববার তিনি অবসর নেওয়া দূরের কথা আশা প্রকাশ করেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রোগ্রামে রোহিত বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আসা এবং উপভোগ করা ছাড়াও আরও একটি কারণ রয়েছে এখানে আসার। কারণ, আপনারা জানেন আরও একটি বিশ্বকাপ আসন্ন। ২০২৪ সালের জুনে বিশ্বের এই প্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এটা নিয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। আমরাও এই বিশ্বকাপের দিকে চেয়ে আছি।’ সবশেষ আইপিএলে টি-টোয়েন্টি খেলেছিলেন রোহিত। সেখানে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি। ১৬ ম্যাচ খেলে রান করেন ৩৩২টি। হাফ সেঞ্চুরি ছিল মাত্র ২টি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবসর নয়, ২০২৪ বিশ্বকাপেও খেলবেন রোহিত

আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

ক্রীড়া ডেস্ক: ভারতের হয়ে সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন রোহিত শর্মা। অনেকে তার এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তারা দুজন নিয়মিত খেলছেন ওয়ানডে এবং টেস্ট। অনেকে ধরে নিয়েছেন শিগগিরই হয়তো রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু না, রোববার তিনি অবসর নেওয়া দূরের কথা আশা প্রকাশ করেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রোগ্রামে রোহিত বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আসা এবং উপভোগ করা ছাড়াও আরও একটি কারণ রয়েছে এখানে আসার। কারণ, আপনারা জানেন আরও একটি বিশ্বকাপ আসন্ন। ২০২৪ সালের জুনে বিশ্বের এই প্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এটা নিয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। আমরাও এই বিশ্বকাপের দিকে চেয়ে আছি।’ সবশেষ আইপিএলে টি-টোয়েন্টি খেলেছিলেন রোহিত। সেখানে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি। ১৬ ম্যাচ খেলে রান করেন ৩৩২টি। হাফ সেঞ্চুরি ছিল মাত্র ২টি।