আনিকা রহমান মৌ : স্কুলে যাওয়া ছাড়া আমার খুব একটা বাইরে যাওয়া হয় না। তাই বাসার ভেতর নিজেকে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি। পড়াশোনার ফাঁকে সেগুলোই আমাকে আনন্দ দেয়। অবসর কাটানোর অন্যতম সঙ্গী দাবা খেলা। অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বা মোবাইল ফোনে দাবা খেলি। দাবা খেললে মনে হয় অবসরটা যথাযথভাবে ব্যবহার করছি। এছাড়া অবসরে গল্পের বই বা বিভিন্ন লেখা পড়তে ভীষণ ভালো লাগে। এতে করে নতুন নতুন বিষয় সম্পর্কে জানা হয়। আগে শুধু পাঠক থাকলেও এখন লেখালেখির উপর ঝোঁক দিন দিন বাড়ছে। মানুষের চিন্তা ভাবনা আর নিজের মতামত লেখালেখির মাধ্যমে তুলে ধরতে ভালো লাগে আমার। হ্যালোর হাত ধরে সেই পথটা আরও প্রশস্ত হয়েছে। এছাড়া আবৃত্তি, ছবি আঁকা, বিভিন্ন খেলা দেখেও আমার অবসর কাটে। এছাড়াও আমি নানা উদ্ভাবনী প্রকল্প নিয়ে চিন্তা করি। নতুন নতুন ধারণা বের করা এবং সেগুলো বাস্তবায়নে বার বার চেষ্টা করতেও ভালো লাগে। এসবের মধ্যে ব্যস্ত থেকে দিনটা খুব দ্রুত কেটে যায়। আমার কাছে মনে হয় অবসরকে সঠিকভাবে ব্যবহার করলে এটি নানা ধরনের অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনে সহায়ক হবে। তাই এগুলো নিয়েই অবসর কাটালে আমার যেমন মোবাইল ফোন বা টিভিকে বিনোদনের হাতিয়ার বানাতে হয় না, ঠিক তেমন প্রতিদিনই নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হতে পারি। প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা। [সৌজন্যে: বিডিনিউজের শিশু সাংবাদিকতা বিভাগ ‘হ্যালো’]