নন্দিনী আরজু রুবী : দোচালার কড়িকাঠে ছিলো নিশ্চিন্ত যাপনের অবসর,
মধ্যবিত্ত স্বপ্ন গুলো ঘুমিয়ে ছিলো প্রান্তিক চাঁদরে ,
খিড়কি দুয়ারে তেরছা আলো ডিঙ্গিয়ে…
অবচেতনে বুনো দ্যোতনায় ভাস্বর সেইসব মহীন্দ্রক্ষণ।
পাশ বালিশে ঘুমন্ত কবিতারা জেগে উঠলে
ভবঘুরে ভাবনারা ঘোলাটে চশমার কাচে সুদূরের অক্লান্ত ছবি আঁকে,
ফেলে আসা অতীত সময়…
ভাঙা ডেরায় কথারা খেই হারায় স্মৃতির বাঁকে ।
দ্রোহী কলম আলস্যে মুখগুঁজে অসার অবসরে…
দীর্ঘশ্বাসে নীরব পীড়ন ,
বুকের পাঁজরে বুনো মাটির গন্ধ মেখে
কংক্রিটে চাপা পড়ে আছে কৃষক মন।