ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

অবশেষে স্পেস স্টেশন ছাড়লেন সুনিতা, বুচ

  • আপডেট সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: নয় মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরার জন্য রওনা দিয়েছেন বোয়িংয়ের দুই নভোচারী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে ১৭ ঘণ্টা যাত্রার পর বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের ভূপৃষ্ঠে নামার কথা রয়েছে।

মহাকাশ বিষয়ক গবেষণার কাজে কেবল আট দিনের জন্য গত বছরের ৫ জুন আইএসএসে গিয়েছিলেন তারা। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় তাদের মহাকাশে থাকার সময় নাটকীয়ভাবে বেড়ে যায়।

তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবষণা সংস্থা নাসার নভোচারী নিক হেগ ও রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গর্বুনভ রয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) গ্রিনিচ মান সময় ০৫:০৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন তারা। সব ঠিক থাকলে গ্রিনিচ মান সময় রাত ৯টা ৫৭ মিনিটে তাদের ফ্লোরিডায় তাদের নামার কথা রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট অনুকূলে না থাকলে তাদের অবতরণের সময় পরিবর্তন হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

দুই নভোচারীর পৃৃথিবীতে ফিরে আসার মাধ্যমে এমন এক অভিযানের সমাপ্তি ঘটবে, যা এরইমধ্যে বিশ্বের সবার মনোযোগ আকর্ষণ করেছে। তবে তাদের এ যাত্রার চূড়ান্ত পর্যায়টি সহজ নয়।

বুচ ও সুনিতার যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। মার্কিন মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানের প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল সেটি।

মহাকাশ স্টেশনে যাত্রার সময় ক্যাপসুলটি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে ও নভোচারীদের ফিরে আসা অনিশ্চিত হয়ে ওঠে। সেপ্টেম্বরের গোড়ার দিকে স্টারলাইনার মহাকাশযানটিকে খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে হয়েছিল। এর দীর্ঘ সময় পর নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে শুক্রবার নাসা-স্পেসএক্স-এর যৌথ মিশনে আইএসএসে পাঠানো হয় স্পেসএক্সের ক্রু-১০ মিশনের ফ্যালকন ৯ রকেটটিকে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে স্পেস স্টেশন ছাড়লেন সুনিতা, বুচ

আপডেট সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

প্রযুক্তি ডেস্ক: নয় মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরার জন্য রওনা দিয়েছেন বোয়িংয়ের দুই নভোচারী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে ১৭ ঘণ্টা যাত্রার পর বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের ভূপৃষ্ঠে নামার কথা রয়েছে।

মহাকাশ বিষয়ক গবেষণার কাজে কেবল আট দিনের জন্য গত বছরের ৫ জুন আইএসএসে গিয়েছিলেন তারা। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় তাদের মহাকাশে থাকার সময় নাটকীয়ভাবে বেড়ে যায়।

তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবষণা সংস্থা নাসার নভোচারী নিক হেগ ও রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গর্বুনভ রয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) গ্রিনিচ মান সময় ০৫:০৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন তারা। সব ঠিক থাকলে গ্রিনিচ মান সময় রাত ৯টা ৫৭ মিনিটে তাদের ফ্লোরিডায় তাদের নামার কথা রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট অনুকূলে না থাকলে তাদের অবতরণের সময় পরিবর্তন হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

দুই নভোচারীর পৃৃথিবীতে ফিরে আসার মাধ্যমে এমন এক অভিযানের সমাপ্তি ঘটবে, যা এরইমধ্যে বিশ্বের সবার মনোযোগ আকর্ষণ করেছে। তবে তাদের এ যাত্রার চূড়ান্ত পর্যায়টি সহজ নয়।

বুচ ও সুনিতার যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। মার্কিন মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানের প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল সেটি।

মহাকাশ স্টেশনে যাত্রার সময় ক্যাপসুলটি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে ও নভোচারীদের ফিরে আসা অনিশ্চিত হয়ে ওঠে। সেপ্টেম্বরের গোড়ার দিকে স্টারলাইনার মহাকাশযানটিকে খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে হয়েছিল। এর দীর্ঘ সময় পর নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনতে শুক্রবার নাসা-স্পেসএক্স-এর যৌথ মিশনে আইএসএসে পাঠানো হয় স্পেসএক্সের ক্রু-১০ মিশনের ফ্যালকন ৯ রকেটটিকে।