ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

অবশেষে মেসিরা তিন মাসের মধ্যে ভারত সফরে যাচ্ছে

  • আপডেট সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগামী নভেম্বরে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নভেম্বরে কেরালায় হতে যাওয়া এই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতির মাধ্যমে শনিবার (২৩ আগস্ট) সকালে (বাংলাদেশ সময়) এই খবর দিয়েছে।

এই বছর আর্জেন্টিনার আরো দুটি ফিফা উইন্ডো আছে। শেষ উইন্ডোতেই লিওনেল মেসিরা যাবেন ভারতে। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে যাওয়া নিয়ে এএফএ বলেছে, লিওনেল স্ক্যালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরো দুটি ফিফা উইন্ডো পাচ্ছে। প্রথমটি হবে ৬ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে (শহর ও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি)। দ্বিতীয় উইন্ডোতে ১০ থেকে ১৮ নভেম্বর ম্যাচ হবে লুয়ান্ডা, অ্যাঙ্গোলা ও ভারতের কেরালায় (প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি)।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও আর্জেন্টিনা ম্যাচের কথা নিশ্চিত করেছেন। এর আগে গত মে মাসে লজিস্টিক্যাল জটিলতায় আর্জেন্টিনার ভারত সফর অনিশ্চয়তার মুখে পড়েছিল। সব সমস্যার সমাধান হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়নরা তিন মাসের মধ্যে ভারত যাচ্ছে।

আর্জেন্টিনা শেষবার ভারতে গিয়েছিল ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলেছিল তারা।

জাতীয় দলের সফরের বাইরেও মেসি ব্যক্তিগতভাবে ডিসেম্বরে ভারতে যাবেন বলে জানা গেছে। তিন দিনের ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’-তে অংশ নিয়ে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে পা রাখবেন।

এসি/

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে মেসিরা তিন মাসের মধ্যে ভারত সফরে যাচ্ছে

আপডেট সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: আগামী নভেম্বরে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নভেম্বরে কেরালায় হতে যাওয়া এই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতির মাধ্যমে শনিবার (২৩ আগস্ট) সকালে (বাংলাদেশ সময়) এই খবর দিয়েছে।

এই বছর আর্জেন্টিনার আরো দুটি ফিফা উইন্ডো আছে। শেষ উইন্ডোতেই লিওনেল মেসিরা যাবেন ভারতে। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে যাওয়া নিয়ে এএফএ বলেছে, লিওনেল স্ক্যালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরো দুটি ফিফা উইন্ডো পাচ্ছে। প্রথমটি হবে ৬ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে (শহর ও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি)। দ্বিতীয় উইন্ডোতে ১০ থেকে ১৮ নভেম্বর ম্যাচ হবে লুয়ান্ডা, অ্যাঙ্গোলা ও ভারতের কেরালায় (প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি)।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও আর্জেন্টিনা ম্যাচের কথা নিশ্চিত করেছেন। এর আগে গত মে মাসে লজিস্টিক্যাল জটিলতায় আর্জেন্টিনার ভারত সফর অনিশ্চয়তার মুখে পড়েছিল। সব সমস্যার সমাধান হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়নরা তিন মাসের মধ্যে ভারত যাচ্ছে।

আর্জেন্টিনা শেষবার ভারতে গিয়েছিল ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলেছিল তারা।

জাতীয় দলের সফরের বাইরেও মেসি ব্যক্তিগতভাবে ডিসেম্বরে ভারতে যাবেন বলে জানা গেছে। তিন দিনের ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’-তে অংশ নিয়ে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে পা রাখবেন।

এসি/