আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের গণতন্ত্রপন্থি নেত্রী অ্যাগনেস চৌ (২৪) গত শনিবার সাত মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। জানা গেছে, চৌ ও জসুয়া ওয়াংকে অবৈধ র্যা লি আয়োজনের কারণে দোষী সাব্যস্ত করা হয়। ঘোষিত ১০ মাস সাজার মেয়াদপূর্তির আগেই চৌকে মুক্তি দেওয়া হলো। তবে ওয়াং এখনও কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে একটি অননুমোদিত সমাবেশে তার ভূমিকায় চৌ আটক হন। তখন সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল হংকং। দীর্ঘ চেষ্টার পর কর্তৃপক্ষ বিক্ষোভ নিয়ন্ত্রণে সফল হয়। এরপর চীন হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে। অভিযোগে বলা হয়, ভিন্নমত দমনের জন্যই এই আইন প্রণয়ন করা হয়েছে।
অবশেষে মুক্তি পেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি নেত্রী চৌ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ