বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেতে চলেছে নির্মাতা বদরুল আনাম সৌদের সিনেমা ‘শ্যামা কাব্য’। সিনেমার ট্রেইলার ফেইসবুকে শেয়ার করে অভিনেত্রী এবং এ সিনেমার প্রযোজক সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, আগামী ৩ মে মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’। এর আগে গত বছরের ২৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল ম-ল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সৌদ।
অবশেষে মুক্তি পাচ্ছে সৌদের ‘শ্যামা কাব্য’
জনপ্রিয় সংবাদ